![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো জন্য কারো জীবন
থেমে থাকেনা হয়তো
আমারও থাকবে না
খুজেঁ নিবে নতুন ঠিকানা
ছুটতাম যেখানে হাওয়ায় ভেসে
সেখানে চলছি ক্লান্ত বেশে
আশা যেখানে বুক ভরা
সেখানে হতাশা করছে তাড়া
তবু আমি যাচ্ছি টেনে
যেতে যেহেতু হবেই সামনে
স্বপ্ন যেখানে ছিল আকাশ ছোঁয়া
বাস্তবতা সেখানে কালো ধোঁয়া
গাইতাম যেখানে উচ্চ স্বরে
বলছি সেখানে আস্তে করে
তবুও জীবন চলছে এখন
চলবে এভাবে আজীবন
কারো জন্য কারো জীবন
থেমে থাকেনা হয়তো
আমারও থাকবে না
খুজেঁ নিবে নতুন ঠিকানা
©somewhere in net ltd.