নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

>>>>>>>>>>>>>>>>> স্বপ্ন<<<<<<<<<<<<<<<<<<

০২ রা মে, ২০১৪ রাত ১০:০৪





চোখ বন্ধ রাখা অবস্থায়ই শাওন বুঝতে পারলো কেউ একজন তার চুলে বিলি কেটে দিচ্ছে। নরম একটা হাত সুনিপুনভাবে সেবা করে যাচ্ছে। সে অনুমান করার চেষ্টা করলো কে হতে পারে, এমন কেউ আছে বলে তার মনে হলোনা। কেীতুহলে বেশিক্ষণ টিকতে পারলোনা চোখ মেলে পাশ ফিরে একেবারে থ। মুখ দিয়ে কথা বন্ধ হয়ে গেলো। নিজের কাছেই অবিশ্বাস্য মনে হতে লাগল তার কাছে। এটা কি করে সম্ভব? তার শিয়রে যে বসে আছে নীরা আর মিটমিট করে হাসছে। অথচ যার কাছ দিয়ে ঘেঁষার সুযোগও দেয়নি সে গত দুই বছর ধরে। নীরা তার বড় মামার মেয়ে, অনেক চেষ্টা করেছে শাওন কিন্তু বশে আনতে পারলোনা। কোন পাত্তাই দিতোনা উল্টো আবার কিছু বলতে চাইলে আগেই কথার ছলে হাসি তামাশায় পরিণত করতো। কেমন আচ তুমি? সন্ধ্যার সময় কেউ এভাবে ঘুমায়? বলে কথা বলা শুরু করলো নীরা। শাওন কোন মতে বললো, ‘ভালো আছি, কখন এলে?’ এই ঘন্টা খানেক হলো তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিলো তো তাই চলে এলাম, অবাক হচ্ছো তাই না? আসলে তুমি তো আমার বয়সে বড় হও, তার উপর আবার আত্মীয় সবসময় একটা শ্রদ্ধাবোধ কাজ করে তাই আমি তোমার প্রেমের প্রস্তাবে সাড়া দিতে পারিনি। লজ্জায় তোমাকে আসল কথাটা বলতেও পারিনি। কিন্তু জানো তোমাকে আমি খুব ভালবাসি, রাতে ভাল ঘুম হয়না, তোমাকে দেখার জন্য মন ছটফট করতে থাকে। আজ তোমাকে খুব বেশী মনে পড়ছিলো তাই বাধ্য হয়ে তোমার কাছে ছুটে এলাম। কি খুশি হওনি? এক নাগাড়ে কথাগুলো বলে ফেললো নীরা। শাওনের আনন্দ কে দেখে, নীরার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠলো সে। খাটের স্ট্যান্ডের সাথে মাথা হালকা বাড়ি খেলো তার। মাথায় হাত দিয়ে ধরে চারদিকে তাকিয়ে নীরাকে খোঁজ করতে থাকে শাওন। কোথায় নীরা? সামনে তো মুরগীর পশম নিয়ে দাঁড়িযে আছে দুষ্টের শিরোমনি একমাত্র ভাগিনা রিয়াদ । তবে কি এতক্ষন স্বপ্ন দেখছিলো সে? মনে হয় কানে মুরগির পশমের খোঁচায় লাফ দিয়ে উঠেছিল সে। রিয়াদের উপর বিরক্ত শাওন এমন সুন্দর স্বপ্ন চুরমার করে দেওয়ার জন্য। আবার সান্ত্বনা পেল ভাগ্যিস কোন দূর্ঘটনা ঘটার আগেই স্বপ্নটা ভাঙ্গলো । এখন শুধুই অপেক্ষা কবে এই স্বপ্নের বাস্তবায়ন দেখবে শাওন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: স্বপ্ন, স্বপ্নই।। কাউকে বিমোহিত,কাউকে ব্যাথিত।।

১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:২৬

এমএস ইসলাম বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.