![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলাদেশের মানুষের আলোচনার বিষয়বস্তু গুলোর মধ্যে অন্যতম হলো ফুটবল অথচ ফুলবল নিয়ে আমাদের বলার মতো তেমন কিছু নেই। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম আমরা অনেকেই অনায়াসে বলতে পারি কিন্তু আমরা বলতে পারিনা আমাদের দেশের বর্তমান অধীনায়কের নাম কি? মেসি নেইমারের নাম সবার মুখে মুখে কিন্তু আমরা কি জানি বাংলাদেশের বর্তমান স্টাইকারের নাম?? আমি বলছিনা আমাদের দেশের সবাইকে খেলোযার হতে কিন্তু কমপক্ষে কয়েকজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তো আমারা তৈরী করতে পারি । আমাদের দ্বারা হয়তো পেলে ম্যারাডোনা তৈরী করা সম্ভব হবে না কিন্তু মুন্না, সালাউদ্দিনরাতো আবার তৈরী হতে পারে । জাতীয় পতাকার রেকর্ডের জন্য যদি আমার কোটি কোটি টাকা খরচ করতে পারি একটা ভালো ফুটবল মাঠের জন্য কেন আমরা পারবোনা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, সেরা কন্ঠ, সুপারস্টার নির্বাচনের জন্য যদি আমরা কোটি কোটি টাকা খরচ করতে পারি তাহলে আমরা কেন জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করার জন্য লাখ টাকা খরচ করতে পারবোনা?
আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে, আনতে হবে আমাদের জন্য একদল দক্ষ সংগঠকের। যোগ্য লোকটিকে যথাস্থানে বসাতে হবে। যিনি ফুটবলকে ভালোবাসেন, ফুটবল খেলা সম্পর্কে জানেন তাকে নিয়ে আসতে হবে নেতৃত্বে কিন্তু হাত পা বেঁধে নয় কিছু করার মতো পাওয়ার দিয়ে।
ভারত যদি ক্রিকেট থেকে হাজার হাজার কোটি টাকা আয় করতে পারে, ব্রাজিল আর্জেন্টিনা যদি ফুটবল থেকে লক্ষ কোটি টাকা আয় করতে পারে আমরা কেন পারবোনা?? আমাদের আছে কোটি কোটি মানব সম্পদ সেখান থেকে কি আমার দেশের জন্য ১৫ জন লোক বাছাই করতে পারি না?? ক্রিকটে আমাদের বিশ্বমানের সাকিব তামিরা আছে কিন্তু ফুটবলে আমাদের কেউ নেই কেন?
স্কুল পর্যায়ে খেলাকে বাধ্যতামূলক করতে হবে
খেলাকে পাঠ্যবই এর আওতায় নিয়ে আসতে হবে
মাঠ ছাড়া কোন স্কুল কলেজের অনুমোদন বাতিল করতে হবে
চার বছর পরপর নয় সারা বছর দেশে খেলার আমেজ টিকিয়ে রাখতে হবে
খেলোযাড় তৈরীর লক্ষ্যে সরকারীভাবে উদ্যোগ গ্রহন করতে হবে
জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করতে হবে।
খেলাধুলার সামগ্রী সুলভমূল্যে ও সহজলভ্য করতে হবে।
স্কুল কলেজে বিনামূল্যে খেলাধুলার সামগ্রী বিতরন করতে হবে।
প্রতিটি গ্রামে সরকারীভাবে একটি খেলার মাঠের জায়গা বরাদ্দ করতে হবে।
দখল হওয়া সকল মাঠগুলো উদ্ধার করতে হবে
খেলোযাড়দের প্রশিক্ষনের জন্য প্রতিটি উপজেলায় প্রশিক্ষন কেন্দ্র খুলতে হবে
দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষন দিতে হবে
ইউনিয়ন পরিষদ কর্তৃক খেলাধুলা আয়োজনকে বাধ্যতামূলক করতে হবে
খেলোয়াড়দের মনোবল ঠিক রাখতে সরকারীভাবে প্রনোদনার ব্যবস্থা রাখতে হবে
শুধু আর্থিক উদ্দেশ্যে নয়, দেহ ও মনকে সুস্থ রাখতে আমাদের খেলাধূলা যে একন্তই প্রয়োজন।
১৩ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩২
এমএস ইসলাম বলেছেন: নারে ভাই তেমন গবেষনা না সামান্য উপলব্ধি
২| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:২৩
রিফাত হোসেন বলেছেন: পারব না ভাই। কারন আছে ।
আমার মতে তাদের খেলার ধরন অন্য রকম।
আমার বিদেশীদের সাথে খেলার স্মৃতী আছে।
তাদের মত এমেচার লেভেলেও আমাদের জাতীয় দল বলের পিছনেই ছুটবে
অনেক সাধনার পর হয়তো সম্ভব। অনেক সাধনা লাগবে ভাই। অনেক,,,, ড্র,
১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:২১
এমএস ইসলাম বলেছেন: পারবোনা কথাটা সত্য কিন্তু চেষ্টা করতে তো পারি..
৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:৩১
আজব গোয়েন্দা বলেছেন: এ দেশে স্বপ্ন দেখা ছাড়া কিছুই হবে না ভাই
১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:২৪
এমএস ইসলাম বলেছেন: স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে ভাই.
৪| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: সোজা কথায় আমরা পারিনা..........আর পারতে হলে টোটাল জাতির ডিএনএ সুদ্ধো চেঞ্জ করতে হবে......।
১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:২২
এমএস ইসলাম বলেছেন: ভালো কিছুর জন্য না হয় সবাই ডিএনএটা চেন্ঞ্জই করেন
৫| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩১
মুদ্দাকির বলেছেন: না আমরা পারি না
১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:২১
এমএস ইসলাম বলেছেন: পারতে আমাদের হবেই......
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৫
প্রেমিক চিরন্তন বলেছেন: অনেক গবেষনা ++