নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তোমার ফিরে আসা

১৩ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৫

..........সেদিন শুক্রবার ছিল, দুপরের খাবার সামনে নিয়ে বসা। আমার প্রিয় অনেকগুলো তরকারী সামনে, মনে হয় চোখের নিমিষে কয়েক প্লেট ভাত খেয়ে নেয়া যাবে। খাওয়াও শুরু করে দিলাম। হঠাৎ আমার মোবাইলে মেজো ভাই ফোন দিলো, মায়ের সাথে কথা বলতে চাইলেন। মাকে ফোনটা দিলাম তিনি কথা বলতে লাগলেন বুঝলাম তোমাকে নিয়ে কথা হচ্ছে। কিন্তু কথাগুলো অনুমান করে বুঝার পর আমার আর খাবার ভিতরে প্রবেশ করতে চাইলোনা। প্লেটের খাবারগুলো নিয়ে কেবল নাড়াচাড়া করতে লাগলাম, আমার ভিতরে তখন ঝড় বয়ে যাচ্ছিল। মায়ের ডাকে সম্বিত ফিরে পেয়েছিলাম ঠিকই কিন্তু খাবার আর খাওয়া হলোনা। হাত ধুয়ে বের হয়ে পড়লাম, সবাই দুঃখে বনবাস যায় আর আমি গেলাম পুকুর ঘাটে। মুখের উপর কয়েক ঝাপটা পানি ছিটিয়ে নিলাম। চোখের কোনায় কিছু জলও জমে গিয়েছিল এই বুঝি তোমাকে হারালাম। মায়ের সাথে ভাইয়ের কথা হচ্ছিলো তোমাকে নিয়েই তবে সেটার মধ্যে যদি আমি থাকতাম ভালই লাগত কিন্তু না সেখানে আমি অনুপস্থিত। তোমার জন্য পাত্র দেখা হয়েছে, যারা দেখতে গিয়েছিল তাদের সবারই পছন্দ হলো আর তারাও তোমাকে কোন এক সময় আড়াল থেকে দেখে পছন্দ করেছে। আর দেখতেতো তুমি একেবারে ফেলনা না, শতের মধ্যে ৮০ জনই পছন্দ করবে। তারাও পছন্দ করেছে এবং খুব দ্রুতই বিয়েটা সেরে ফেলতে চাইছে। আমি আমার করনীয় ঠিক করতে পারলোমনা, তোমাকে ফোন করবো কিনা ভাবতে ভাবতে ফোনটা দিয়েই দিলাম। স্বভাব সুলভ ভাবেই ফোনটা রিসিভ করলে, ব্যতিক্রম কোন কিছু পেলামনা সবই স্বাভাবিক অন্যান্য দিনের মতোই। তোমার মিষ্টি কথার আড়ালে হারিয়ে গেল আমার মনের ভিতরে উঠা ঝড়। কথাবার্তায় তোমাকে মনে হয়েছে আরো প্রতিশ্রুত, পরিপক্ক। আমার ভালোবাসার মাত্রা আরো বেড়ে গেল, আমি বুজলাম হয় তোমার অগোচরে সব কিছু হচ্ছে আর না হয় তুমি জেনেশুনেই সবকিছু আড়াল করে রাখতে চাচ্ছ। কিন্তু তোমাকে আমার তেমন মনে হয়নি আর আমি তোমাকে আমার চেয়েও বেশী বিশ্বাস করি।আর এই বিশ্বাসের জোরেই আমি তোমাকে ভালবেসে যাচ্ছি। অনেক কথার মাঝে তোমার বিয়ের ব্যাপারে কথা বলার সাহসটুকুও হারিয়ে ফেললাম। বললাম না, বলতে পারিনি আর বলবই বা কি? কিভাবে এমন একটি কথা তোমাকে জিজ্ঞাসা করি যদি তুমি রাগ করো? আমার ভাগ্য ভালো সেদিন তোমার বিয়ের সম্বন্ধটা বেশীদূর এগোয়নি, কারন তেমন কিছুনা ছেলের বাবা ২টা বিয়ে করেছে। এই লক্ষী মেয়েটিকে ফেলে যদি ছেলেটি বাবার মতো ২ বা ততোধিক বিয়ে করে বসে। আমি মনে মনে ধন্যবাদ দিলাম ছেলেটির বাবাকে সে ২টা বিয়ে করাতেই কেবল তুমি আমার থেকে গেছ না হয় তখনই তুমি হয়তো আমার কাছে ছবির অ্যালবাম হয়ে যেতে। আমি আশান্বিত হলাম কিন্তু এভাবে আর কতোদিন, মনে মনে স্থির করলাম যতদিন তোমাকে না পাই ততদিনই আমি অপেক্ষায় থাকবো আশায় বুক বেঁধে.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.