নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা শুধু সময়ের

১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:২৯

জনপ্রিয়তা যাদের শূন্যের কোটায়, জনসমর্থন যাদের তলানীতে, বৈধতার শিকল যাদের শুকিয়ে গেছে তাদের পতন সুনিশ্চিত। এখন দেখতে হবে সেটা কখন হবে, হবে সেটা অবশ্যই আজ না হয় কাল। রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রথম থেকেই দিবালোকের মতো স্পষ্ট যা শুধুমাত্র কাগজে কলমে প্রকাশের অপেক্ষায় ছিল। সিটি কপোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচনের ফলাফলে তা আমাদের কাছে এখন দৃশ্যমান। দূর্নিতিতে চ্যাম্পিয়ন না হতে পারলেও রেকর্ড পরিমান দূর্নিতি হযেছে পদ্মা সেতু যার জ্বলন্ত স্বাক্ষী। আগে সরকারী ভবনের ইট, বালি সুদ ঘুষের সাথে জড়িত ছিল আর এখন সরকার ও সরকারী দলের আলো বাতাসও সুদ ঘুসের সাথে জড়িত। এখন ঘুষ ছাড়া সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন ও মিলেনা। সরকারী উদ্যেগে টয়লেট নির্মান থেকে শুরু করে সকল নির্মানে টেন্ডার জালিয়াতি এখন ডাল ভাত। সরকারী দলের ছোট বড় সব নেতাই এখন টেন্ডারবাজীর সাথে জড়িত আর এই টেন্ডারবাজী করতে গিয়ে নিজ দলের কর্মীদেরকে খুন করতেও দ্বিধা করেনা। চাঁদাবাজি এখন সরকারী দলের কর্মীদের প্রধান পেশা সবাই কম বেশী চাঁদাবাজির সাতে জড়িত। চাঁদা দেয়া ছাড়া গাড়ির চাকা ঘুরেনা, ঘরের পাখা ঘুরেনা। সুন্নাতের খতনার অনুষ্ঠান করবেন, মৃত বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন সেখানেও আপনাকে সরকারী দলের নেতাকর্মীদেরকে চাঁদা দিয়ে করতে হবে। আগে শুধুমাত্র সরকার দলীয় কর্মীরা ভাড়াটে খুনি হিসাবে কাজ করতো আর এখন টাকার বিনিময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাড়ায় পাওয়া যায় খুন গুম করার জন্য। কোন বাহিনীতেই এখন আর শৃঙ্খলা নাই, সবাই আত্মীয়তার সুবাদে উচ্চপদে আসীন। মন্ত্রীর জামাই ক্ষমতা বলে আইনের ছায়ায় অপরাধ করে বেড়ায়, মন্ত্রীর ছেলে খুন করে রেহাই পেয়ে যায়, এমপি নিজে গুলি করে মানুষ হত্যা করে সবই সম্ভব হয়েছে এই সরকারের আমলে। জনতার জুতা বৃষ্টি এখন সরকারদলীয় এমপিদের গায়ে লাগে, পুরনো পঁচা ডিম মন্ত্রীর গায়ে মারে জনতা, মন্ত্রীকে বিদেশের মাটিতে উত্তম মদ্যম দিচ্ছে প্রতিবাদী মানুষগুলো, বিচারপতিকে হাজার হাজার জনতার সামনে লাঞ্চিত হতে হয়। আর এই সবই হয়েছে সরকারের কর্মের ফসল। মানবাধিকার আজ বাক্স বন্ধি করে ফেলেছে সরকার এটা শুধুমাত্র সরকারদলীয় নেতাকর্মী আক্রান্ত হলে খোল হয় আর গণতন্ত্র সেটা একটা মাকাল ফল। লাশে সয়লাব দেশ, লাশ পানিতে ভাসে, রাস্তায় পড়ে থাকে, ম্যানহোলের ঢাকনার ভিতরে থাকে অর্ধগলিত লাশ। কোথায় নেই লাশ ঘরে বাহিরে সবখানে লাশের ছড়াছড়ি, দেশ আজ মৃত্যুপুরী। অপশাসনে অতিষ্ট আজ দেশের মানুষ, তারা সব সময় নিরাপত্তাহীনতায় থাকে, ব্যাবসা বানিজ্য মন্দ, চাকুরী না পেয়ে বেকার ছেলেগুলো আজ অপরাধে জড়িয়ে পড়েছে। সরকারের সমন্বয়হীনতা, অনিয়ম, অন্যায়, অত্যাচার, মিথ্যা, কুৎসা, ক্ষমতার দাপট, দাম্ভিকতা, অহংকার, অতিমাত্রায় বাড়াবাড়ি, সম্মানিত লোকদের পদে পদে অপদস্ত করা সব মিলিয়ে সরকার এখন বেকায়দায়। দেশে তারা শান্তিতে নাই, বিদেশে নানামুখী চাপের সম্মুখীন তার উপর বৈধতার জন্য লড়াই করে যেতে হচ্ছে তাদের। কুটকেীশলের সবটাই ব্যবহার করে ফেলেছে তারা, ক্ষমতার সবটুকুই তারা দেখেয়ে ফেলেছে, তাদের সামর্থ সব উজাড় করে দিয়েছে। তাদের জন্য এখন পথ একটাই খোলা, পিছনে যাওয়ার রাস্তাও তাদের বন্ধ আর সেই পথ হলো পতনের পথ যেখানে তারা খুব দ্রতই গমন করে যাচ্ছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.