![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিরপুরের কালসীতে ঘটে গেল ৯ টি হত্যাকান্ড। প্রতিটি হত্যাকান্ডই নিন্দনীয় কিন্তু এক শ্রেনীর মানুষ আছে যারা অপরাধের ধোঁয়া তুলে সেসব হত্যাকান্ডকে বৈধ করতে চায়। হত্যা করে যদি আরেকটি হত্যার বদলা নেয়া হয় তাহলে একটু চিন্তা করুনতো পৃথিবীতে কোন মানুষ বেঁচে থাকবে কিনা। আর আমি আপনি তা থেকে বাদ যাব কিনা? বিহরীরা অপরাধ করলে তাদের জন্য দেশের আইন আছে, আইন অনুযায়ী তাদের বিচার হবে, শাস্তি হবে কিন্তু তাদের বিনাবিচারে হত্যার লাইসেন্স আপনাকে কে দিল? এটা কি আইনের শাসনের কথা, এটাকি ন্যায় বিচারের কথা? এটা কি আপনাদের কথিত মানবতা?
কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আমরা যদি অপরাধীকে বিচারের মুকোমুখি না করে তাদেরকে বিনা বিচারে হত্যা করে ফেলি তাহলে সেখানে ন্যায়বিচার থাকলো কোথায়??
মিরপুরের ঘটনায় যারা মারা গেছে তাদের অধিকাংশই নারী ও শিশু। শিশুদের কি অপরাধন ছিল? তারা কি কোর অপরাদ করেচে?
আপনার অপরাধের জন্য যদি আপনার ১ বছরের দুধের বাচ্ছাকে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলা হয় তাহলে আপনার কেমন লাগবে??
আমাদের চিন্তাচেতনায় পরিবর্তন আনতে হবে। অপরাধীকে অপরাধীই ভাবতে হবে, নিরাপরাধ নয়।
১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৮
এমএস ইসলাম বলেছেন: একমত
২| ১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
মাইরালা বলেছেন: দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসলেই দরকার। বিহারিরাও মানুষ এইটা মাথায় রাখতে হবে।
১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
এমএস ইসলাম বলেছেন: মানুষকে মানুষ মনে করতে পারলেই কেবল মানুষের কাছে মানুষ নিরাপদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৯
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট অদক্ষ দুর্ণীতিবাজ প্রশাসন এই বাং...।