নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সর্বরোগে রোগাক্রান্ত বাংলাদেশ

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৬

আপনি দেখতে খুব সুন্দরী বা সুন্দর, আপনার অর্থের কোন অভাব নাই, আপনার বংশগত মর্যাদাও অনেক উঁচু। কিন্তু আপনার মাথায় সমস্যা আছে মানে আপনি পাগল। তাহলে আপনার মূল্য কত? এই পৃথিবীতে আপনার দুই পয়সার মূল্যও নাই বরং আপনি অনেকের কাছে হাসির পাত্র/পাত্রি। পুরো শরীর সুস্থ থাকার পর যদি আপনার মাথায় সমস্যা থাকে তাহলে আপনার পুরো শরীরটাই অকেজো ।



আমাদের দূভার্গ্য আমাদের দেশে যিনি রাষ্ট্রপ্রধান বা যারা আমাদের রাষ্ট্র চালায় অর্থাৎ রাষ্ট্রের মাথা যারা তারা নিজেই দূর্নিতিবাজ, অহরহ মিথ্যা বলেন। তাদের কাছে ভালো কিছু আশা করা যেমন বোকামী তেমনি পাগলামিও একধরনের । তাই আগে মস্তিস্ক ঠিক করতে হবে তারপর আপনা আপনি সব ঠিক হয়ে যাবে সময়ের ব্যবধানে।

আপনি নিজে চুরি করেন বিধায় অন্যকে চুরির ব্যাপারে বারন করতে আপনি অযোগ্য। নিজে নামাজ না পড়ে আপনার পরিবারের অন্য সদস্যদের নামাজ পড়ার জন্য বললে একদিন না একদিন আপনার মুখের উপর বলে বসবে “নিজে নামাজ পড়ে না আবার অন্যকে উপদেশ দেয়, আগে নিজে ভালো হও”।



আমাদের মস্তিস্ক ক্যান্সারে আক্রান্ত , এই মস্তিস্কের ক্যান্সার আগে সরাতে হবে আর যদি ক্যান্সার একেবারে নিরাময়যোগ্য না হয় মস্তিস্ক কেটে ফেলতে হবে।মৃত লাশ নিয়ে দেশ চলেনা দেশের জন্য দরকার তরতাজা কিছু সুস্থ প্রান যারা সকল বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে জয় করবে মানুষের মনকে, মানবতাই হবে যাদের মূলমন্ত্র।



আমি বলছিনা মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলতে, কমপক্ষে চিকিৎসাতো করা যায়, যাতে আমার মতো কোটি কোটি সাধারণ মানুষ সংক্রমিত না হয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.