নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এভাবে চলতে পারে না, চলতে দেয়া যায় না

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৬

আজ নদীতে লাশ ভেসে উঠছেতো কাল হাত পা বাঁধা গুলিবিদ্ধ লাশ মিলছে। অবধারিত মৃত্যুটা কিভাবে হবে তার কোন অনুমান করাটাও মুশকিল। লাশটা মাটি চাপা দেয়া যাবে নাকি নদীর মাছে ছিঁড়ে ছিঁড়ে খাবে তার হিসাবটা ও মিলানো যাবে না। সুস্থ মানুষ কি সুস্থ হয়েই ফিরবে না অসুস্থ হয়ে ফিরবে নাকি কোন দিনই ফিরবেনা তার চিন্তাও এখন করতে হচ্ছে আমাদের। লাশটা পরিপূর্ণ থাকবে নাকি সেটা অর্ধ গলিত নাকি মস্তক বিস্তির্ণ নাকি পঁচা গলা থাকবে আদেী সেই লাশটা কি স্বজনেরা ফিরে পাবে? সেই গেরান্টি কেউ দিতে পারছেনা। সবসময় একটা ভয়ের মধ্যে কাটছে সময় এই বুঝি গুম হয়ে গেলো কেউ কিংবা গলির সামণে মিললো কারো গুলিবিদ্ধ লাশ। খাবারের নিরাপত্তা নাই, বসবাসের নিরাপত্তা নাই আর এখন নাই জীবনের নিরাপত্তা। আগে প্রতিপক্ষের ভয় ছিল আর এখন যোগ হয়েছে নিজ দলের মারমুখী কর্মীদের আক্রমনের ভয়। খুন করে চলে যাবে নাকি লাশের উপর আগুন জ্বালিয়ে দিবে সেই চিন্তাও করতে হচ্ছে আমাদের । আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে নালিশ করা যেত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আর এখন তারাই বড় সন্ত্রাসী। জীবনে স্বচক্ষে বন্দুক না দেখা লোককে অবলীলঅয় তারা জড়িয়ে দেয় অস্ত্রের চোরাচালান মামলায় আর চোরাচালানীরা রাস্তা পার হয় আইন শৃঙ্খলা বাহীনির পাহারায়।

রক্ষকেরা আজ ভক্ষকের ভূমিকায়, চোর লুটেরা খুনিরা আজ ক্ষমতায়। আইনের পোশাক পরে কেউ বেআইনী কাজ করতে পারে না, স্বাধীন দেশে এভাবে কারো হঠাকারিতা চলতে পারে না। আইন এভাবে চলতে পারে না, চলতে দেয়া যায়না।এর সমাধান জরুরী দেশের স্বার্থে, দেশের জনগনের স্বার্থে এই গুম হত্যা বন্ধ রতে হবে।

আমরা মানুষ, একটু বাঁচার অধিকার কি আমাদের নাই?? আমরা বাঁচতে চাই, সুন্দর স্বাভাবিক জীবন নিয়ে। আমার গুম হয়ে যেতে চাই না । গুম হলেও অন্তত আমাদের স্বজনেরা লাশটি ফিরে পায় সেই অধিকারটুকু চাই।একটি স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.