![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোচিত হত্যাকান্ডগুলো নাটকীয়ভাবেই তার নেপথ্য নায়কদের মুখোশ উম্মোচন করে দিচ্ছে। অপরাধ করে পার পেয়ে যাওয়া অনেকটা অসম্ভব সেখানে যদি কোন প্রভাবশালীর হাত না থাকে। সাম্প্রতিক সময়ের ভয়ংকর হত্যাকান্ডগুলোর পিছনের কারিগররা এতোদিন মানুষের মুখে মুখে থাকলেও এখন তা প্রায় প্রমানিত। সবই ভেস্তে যাবে যদি না হয় সুষ্ঠ তদন্ত। ন্যায় বিচারের স্বার্থে সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত হওয়া প্রয়োজন। সুষ্ঠ তদন্তের অভাবে পার পেয়ে যেতে পারে হত্যাকান্ডের কুশীলবরা। ন্যায়বিচার না হলে যেমন সমাজে অপরাধ প্রবনতা বৃদ্ধি পায় তেমনি অপরাধ সংগঠনকারীদের মনোবল বাড়ায়। এখন দরকার একদল বলিষ্ঠ দেশপ্রেমিক আইনের লোক যারা পরোয়া করবেনা কোন রক্তচক্ষুকে, রাজণীতির উর্দ্ধে উঠে তদন্ত কাজকে তার স্বাভাবিক গতিতে চলতে দিবে। কালো গ্লাসের আড়াল থেকে বের করে আনবে এই সব হত্যাকান্ডের আসামীদের। একটি বর্বোরচিত হত্যাকান্ড জন্ম দিবে আরো অনেক লোহমর্ষক ঘটনার যদি এইসব ঘটনাগুলোর সঠিক বিচার করতে সামর্থ না থাকে।
দলমতের উদ্ধে উঠে শুধুমাত্র ন্যায়ের শাসনের জন্য হলেও সকল হত্যাান্ডের সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত রা জরুরী । নাহলে কোন একদিন আমরাই হব এই রাষ্ট্রীয়, হত্যাকান্ডের নির্মম বলি
©somewhere in net ltd.