নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নারায়নগঞ্জের সেভেন মার্ডারের আসামি নূর হোসেন গ্রেফতার??

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:২০

নূর হোসেন গ্রেফতার হলো আশান্বিত হলাম আবার হতাশ হলাম গ্রেফতারের সময় তার হাস্যোজ্জল চেহারা দেখে, বলছিনা তাকে সব সময় কাঁদতে হবে তবে একটা লোক এতগুলা খুন করার পর তার চেয়ারায় একটা মলিনতার ভাব থাকবে, ভয় তার চেহারায় ফুটে উঠবে এটাই স্বাভাবিক।নূর হোসেন গ্রেফতার হয়েছে কলকাতায় তাকে অতিদ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে যাতে করে এই সকল হত্যাকান্ডের সাথে জড়িত অন্য নেপথ্য নায়কেরা কোনরূপ বাড়তি সুবিধা না নিতে পারে। নূর হোসেন দলীয় সন্ত্রাসী হতে পারে কিন্তু তার সন্ত্রাসী কর্মান্ড শুধু দলের জন্য সীমাবদ্ধ নয়। স্বার্থে জন্য যেকোন সময় সে দল পরিবর্তন করবে এটার প্রমান সে আগে দিয়েছিল। তাই তাকে দলের শত্রু না ভেবে দেশের শত্রু, জনগনের শত্রু ভাবতে হবে।তার মতো দলীয় লেবাসের সন্ত্রাসীদের শিকল এখনই উপড়ে ফেলতে হবে।সাময়িক স্বার্থের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে নূর হোসেনকে বিচারের মুখোমুখি করা একান্ত আবশ্যক।ন্যায়বিচার নাহলে নিহতদের আত্মা কষ্ট পাবে, অপরাধীরা উতসায়িত হবে, সমাজে অপরাধ এভাবে বাড়তেই থাকবে।

সময়ের পরিক্রমায় আমি আপনি হবো নূর হোসেনদের অপরাধের বলি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.