নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমরা এখনো মানুষ হতে পরিনি, অমানুষই রয়ে গেছি

১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

ছোট্ট মেয়ে লিজা বয়স আট হবে, তার এখন দাদীর কোলে বসে ভুতের গল্প, রূপকথার গল্প শুনার কথা আর সে কিনা এখন হাসপাতালের বেডে শুয়ে অভিশাপ দিচ্ছে আর জন্মকে। জন্মই তার পাপ হলো আর কেনইবা সে জন্ম নিল গরিবের ঘরে? ছোটবেলায় মা হারিয়ে আর বাবার আদর সহানুভূতি বঞ্চিত লিজা যখন অসহায় তখন আত্মীয় স্বজনেরা মিলে তাকে ধণীর দুলালীর ঘরে কাজে দিয়ে দেয়। বাসার সাহেব খুব ভালো মানুষ কিন্তু ম্যাডাম বদমেজাজী কোন কিছু ভুল করলেই প্রচন্ড মারধর করেন আর তাদের মেয়েটি আরো বেশী একরোখা জেদী স্বভাবের। সকলের মন জুগিয়ে চলা এই ছোট মেয়েটির পক্ষে সম্ভব নয় আর তাই তাকে প্রতিদিনই কারো না কারো হাতে মারধরের শিকার হতে হয়।সামান্য খাবার চুরির অপরাধে আজও তাকে মেডাম খুব পিটিয়েছে, গরম খুন্তির ছ্যাকা দিয়েছে কোমল শরীরের নানা অঙ্গে।যা দেখলে যে কারো মন শিউরে উঠবে অথচ তার ম্যাডামের বিবেকবোধ একটুও কাজ করলোনা বাচ্ছাটিকে আঘাত করতে। লিজা অসহায়, কথাবার্তাও ঠিক মতো বলতে পারে না, সব সময় একটু ভয়ের মধ্যে তার সময় কাটে এই বুঝি আবার তাকে কেউ মারধরধর করবে।

এরকম লিজা এখন বাংলার আনাচে কানাছে, আর ম্যাডামরা প্রতি ঘরে ঘরে। মানুষকে মানুষই মনে করেনা এখনকার ম্যাডামরা। আর সাহেরাতো কিছু কিছু আরো কয়েকধাপ এগিয়ে কিশোরী কাজের মেয়েরা প্রতিনিয়তই তাদের লালশার শিকার হচ্ছে।

কেন আমারা এত অসহিষ্ণু হয়ে যাচ্ছি, কেন আমাদের বিবেকবোধ, মানবতাবোধ দিন দিন লোপ পাচ্ছে?কেন আমরা পারিনা বাসার কাজের লোকদের নিজেদের পরিবারের লোক ভাবতে? আমারা কেন পারিনা বাসার ছোট কাজের মেয়েটিকে নিজের সন্তানের মতই ভাবতে? এই ছোট কাজের মেয়েটিইতো তখন আপনার আমার সন্তানকে আগলে রাখে যখন আমরা ঘন্টার পর ঘন্টা বিউটি পার্লারে সময় কাটাই বা বারে নেচে গেয়ে সময় কাটাই।

ইসলামের শিক্ষাটা যদি আমাদের মাঝে থাকতো তাহলে আমার পারতামনা এই বিবেকবর্জিত কাজটি করতে আমরা পারতামনা মানুষ হয়ে অমানুষের মতো আচরন করতে।

আল্লাহ আমাদের সবাইকে ইসলামের আদর্শে জীবন গঠন করার তেীফিক দান করুন (আমিন)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৮

ইঞ্জিনিয়ার আরেফিন রূবাব বলেছেন: +

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯

এমএস ইসলাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.