নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এগিয়ে চলছে দেশ তবে সেটা সামনের দিকে নয় পিছনের দিকে..

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

# আগে বিচারের রায়ের জন্য আপনাকে বিচারপতির রায় ঘোষনা পর্যন্ত অপেক্ষা করতে হতো এখন আপনি আগেই ইন্টারনেট থেকে রায়ের কপি কালেকশন রতে পারেন।

# আগে পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রশ্নপত্রের জন্য আপনাকে অপেক্ষা করতে হতো এখন দুই/তিন দিন আগেই তা সবার হাতে হাতে পেীছেঁ যায়

# আগে বিচারের জন্য মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে এখন বিচারের আগেই আসামি ক্রসফায়ারে শেষ হয়ে যায় বিচারের জন্য অপেক্ষা করতে হয়না

# আগে সরকারী ত্রানসামগ্রীর জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এখন সরাসরি তা নেতাদের বাড়িতে চলে যায়।

# আগে চাকুরীর পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করতে হতো এখন পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে চাকুরী পাওয়া যায়

# আগে নেতা হতে হলে দীর্ঘদিন তৃণমূলে রাজনীতি করতে হতো এখন টাকা হলেই বড় রাজনীতিবিদ হওয়া যায়।

# আগে হরতাল করতে হলে রাজপথে নামতে হতো এখন হরতাল ঘোষনা দিলেই হরতাল পালন হয়ে যায়

# আগে বুদ্ধিজীবি হতে হলে বুদ্ধি থাকতে হতো এখন শুধুমাত্র গোষ্টি বিশেষের চাটুকারিতা করতে পারলেই বুদ্ধিজীবি হওয়া যায়।

# আগে লেখক গবেষক সাহিত্যিক হতে হলে অনেকগুলো বই লিখতে হতো কিন্তু এখন শুধুমাত্র একটি বই লিখে আন্তর্জাতিক গবেষক সাহিত্যিক হওয়া যায়।

# আগে এমপি হতে হলে তাকে সৎ নিষ্ঠাবান সমাজসেবক হতে হতো এখন শুধু মাত্র গডফাদার হলে তাকে এমপি বানানো যায়

# আগে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য জনগনকে ভোট দিতে হতো এখন জনগন ভোট না দিলেও কিংবা দেশে ভোট না হলেও এমপি মন্ত্রী হওয়া যায়।

# আগে আত্মহত্যার জন্য আলাদা বিষ কিনে খেতে হতো এখন প্রতিটি খাবারের সাথেই বিনামূল্যে বিষ পাওয়া যায়

# আগে শুধুমাত্র মুক্তিযুদ্ধ করলেই মু্ক্তিযোদ্ধা হওয়া যেত এখন শুধু মাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের পরিচয় থাকলেই মু্তিযোদ্ধা হওয়া যায়।

# আগে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই বাংলাদেশের সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে পারতো এখন বিদেশের নাগরিক হয়েও প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা হওয়া যায়।



এই সবই সম্ভব হয়েছে দেশ পিছনের দিকে যাবার কারনে, সামনের দিকে গেলে এর কোনটাই দেশের কপালে জুটতোনা।এভাবে চলতে থাকলে দেশ পিছনের দিকে এগিয়ে যেতেই থাকবে, তার গতি রুখতে পারবেনা কেউ..

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

মাইরালা বলেছেন: ভাল বলেছেন

১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩১

এমএস ইসলাম বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৫৪

চোখাচোখি বলেছেন: মজাও পাইলাম, কষ্টও পাইলাম।

১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩২

এমএস ইসলাম বলেছেন: কষ্টে সান্ত্বনা দেবার ভাষা নাই

৩| ১৮ ই জুন, ২০১৪ রাত ৯:০০

nurul amin বলেছেন: সামনে পিছনে একদিকে গেলেই হয়।

১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২৮

এমএস ইসলাম বলেছেন: তারপরও এগিয়ে যাক দেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.