নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জয়গান

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:০২

লাখো শহীদের রক্তে গড়া

আমাদের প্রিয় বাংলাদেশ

ভারতীয় দালালের দেীরাত্মে

আজ হয়ে যাচ্ছে নিঃশেষ



এক বিন্দু রক্ত থাকতে

দেশপ্রেমিক জনতার শরীরের

বিনা বাঁধায় ছাড়া হবে না

মীর জাফরের উত্তরসূরীদের



শহীদের রক্ত পুঁজি করে

ব্যবসা করে কিছু ছাটুকার

দেশপ্রেম নাই তাদের মধ্যে

তারাই প্রকৃত রাজাকার



কোন কিছু পাবার আশায়

মুক্তিযোদ্ধারা দেয়নি জীবন

সুখী সমৃদ্ধ শান্তিপ্রিয় দেশই

তারা চেয়েছিল আমরন



দেশের তরে রক্ত দিয়েছিল যারা

তারা পায়নি রক্তের দাম

কোথাও যেন অবদান নেই তাদের

কেবল শুনি সুবিধাবাদীদের নাম



ধিক! তোমাদেরকে যারা গায়

লোক দেখানো মুক্তির জয়গান

পক্ষে বিপক্ষের শক্তি বলে

আজ নেই কেউ আস সবাই

একসাথে গাই মুক্তির গান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:০৫

বাংলার নেতা বলেছেন: এটা গান, নাকি কবিতা?


গান যদি হয় তবে সুর কেমনে?

কবিতা যদি হয় তবে, কবিতার অন্তর্মিল হয় নাই!

আর একটু চেষ্টা করলে মনেহয় ভাল হতো!!!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.