![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা জনতার কাতারে আসতে ভয় পায়, যারা জনতার রোষানলকে ভয় পায়, যারা জনতার কাছে লাঞ্চিত হওয়ার আশংকা করে, যারা তার দিকে জনতার জুতা বুষ্টির সম্ভাবনা পোষন করে, যারা নিজেদের জীবনের ভয়ে চার স্তরের নিরাপত্তা নিয়েও প্রানহানির আশংকা করে, যারা রাস্তা পারাপারের জন্য রোগী পরিবহনকারী গাড়িকে আটকে দেয়, যারা গর্ভবতী নারীর হাসপাতালে যাওয়ার পথ রুদ্ধ করে, যারা মৃত্যু ভয়ে সব সময় শংকিত থাকে, যারা নিরাপত্তা বাহিনীর সহায়তা ছাড়া বাসা থেকে বের হতে পারে না, যারা মানুষের মুখোমুখি হতে ভয় পায়, যারা হাজার হাজার পুলিশ পাহারায় রাস্তা পার হয়, তারা আর যাই হোক মানুষ হতে পারে না তারা ভিন গ্রহের কোন জন্তু বা দানব হতে পারে। তাই তাদের জন্য সড়ক পথে যোগাযোগ আইন করে নিষিদ্ধ করা হোক। তাদের জন্য অবৈধ উপায়ে অর্জিত আকাশ পথের কোন যানই উপযুক্ত। সেটা হতে পারে কোন শকুনের থাবায় ঝুলে কিংবা প্রবল কোন ঘূর্ণিঝড়ের সাথে উড়ে।
এক ব্যক্তির রাস্তা পার হবার জন্য হাজার হাজার লোকের পথ রুদ্ধ করা যেতে পারে না, পারে না, পারে না ।
২৫ শে জুন, ২০১৪ রাত ১১:১০
এমএস ইসলাম বলেছেন: বর্তমানে ভিআইপি দাবিদারেরা কেউই জনগনের ভোটে নির্বাচিত নয় তারা সবাই হাসিনা রাকিবের অবৈধ মিলনের ফসল
২| ২৫ শে জুন, ২০১৪ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।
২৫ শে জুন, ২০১৪ রাত ১১:০৮
এমএস ইসলাম বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে জুন, ২০১৪ রাত ১০:৫৫
রাজিব বলেছেন: ভিআইপিরা ভিন গ্রহের মানুষ নয়- আমাদের সমাজের ও রাষ্ট্রের। তাদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় যা রাষ্ট্রের জন্য দরকার। তাই এমন উদ্ভট দাবি না করে বরং দাবি করা উচিত রাস্তা বাঁড়াতে হবে যাতে জ্যাম না লাগে। আমাদের অনেকেই রাস্তার জন্য একটু জায়গা ছাড়তে চান না। ঢাকার এখন প্রতিটি বাড়িতেই এক বা একাধিক প্রাইভেট কার রয়েছে। প্রতিদিন সকালে ধানমন্ডি এলাকায় স্কুলের কারনে যে জ্যাম হয় তার পেছনে কয়জন ভিআইপি রয়েছেন?
আর দরকার দেশের ৬৪ জেলা শহরে ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কলকারখানা যাতে করে ঢাকার উপর আর চাপ না বাড়ে।
২৫ শে জুন, ২০১৪ রাত ১১:০৭
এমএস ইসলাম বলেছেন: ভিআইপিরা যদি মানুষই হয়ে থাকে তাহলে তাদের জন্য অন্যমানুষের রাস্তা বন্ধ করে রাখতে হবে কেন নাকি অন্যরা কেই মানুষ না? দেশে বর্তমানে কিছু শুয়োরের বাচ্চা ছাড়া ভিআইপি মর্যাদা কেউ নেয় নাকি??
৪| ২৬ শে জুন, ২০১৪ রাত ২:৫৩
কানা দাজ্জাল বলেছেন: রাজিব সাহেব হচ্ছেন সেই প্রজাতির মানুষ যে কিনা পুরো দেশকে পতিতালয় বানালে খুশী হবে। আর সেই পতিতাদের দালালি করবে ভি আই পিদের কাছে। ঝুটা করার পর মুখ মারতেও দ্বিধা বোধ করবে না।
১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
এমএস ইসলাম বলেছেন: আমারও তেমন মনে হয়
৫| ২৬ শে জুন, ২০১৪ ভোর ৬:১৫
মুদ্দাকির বলেছেন: শিরোনামের সাথে একমত !!!!! আর যেই হারে ভি আই পি বাড়তাসে ...........................
১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
এমএস ইসলাম বলেছেন: সে হারে শুয়োরও বেড়ে যাচ্ছে
৬| ২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:৩৬
অেসন বলেছেন: কয়জন ভিআইপির জন্য রাস্তা বন্ধ করা হয় ? প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
ছাড়া আর কারো জন্যতো রাস্তা বন্ধ করতে দেখি না। ভিআইপি বলে সবাইকে না বলে সুনির্দষ্ট ভাবে বলুন কাদের জন্য সমস্যা।
১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:০১
এমএস ইসলাম বলেছেন: মানুষের জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পশুদের জন্য নয়। মানুষ হলে তাকে মানুষের কাতারেই থাকতে হবে আর পশু হলে ভিন্নকথা
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ রাত ১০:২১
সরল পথের পথিক বলেছেন: একমত। তবে আমরা কিন্তু এদেরকেই ভোট দেই। এদের বৃত্ত থেকে যেন বের হতে পারিনা। কে আমাদের পথ রুদ্ধ করে?? কেন পারিনা এদের পিছু ছাড়তে???