![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা-১
সেজানের আজ খুশির দিন, শীলার সাথে প্রেমের সম্পর্ক হওয়ার পর আজকে প্রথম একসাথে ঘুরতে বের হবে তারা। ঠিক করেছে বোটানিক্যাল গার্ডেনে যাবে, শীলার বাসা শ্যামলীতে তারা দুজন একসাথে মিলিত হবে মিরপুর ১ নাম্বার সনি সিনেমা হলের সামনে। সেজানের বাসা মিরপুর ১২ নাম্বারে, সময়মত যেতে হবে তাই তাড়াতাড়িই বাসা থেকে বের হলো। পল্লবী সুপারে করে সনি সিনেমা হলের বিপরীতে নামলো সে। প্রথম ডেটিং তাই একটু বেশীই রোমাঞ্চিত সে আর ভাবনার জগত জুড়ে এখন কেবল শীলাই। রাস্তা পার হওয়ার সময়ও একটু অন্যমনস্ক ছিল আর তাই কাল হলো সেজানের । একটি লেগুনা তাকে ধাক্কা দিলো, ছিটকে পড়ে গেলো সে আর একটি মোটর সাইকেল তার পা মাড়িয়ে চলে গেল। জ্ঞান হারালো সেজান, জ্ঞান ফিরার পর সে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। দূভার্গ্য তার একটি পা কেটে ফেলতে হয়েছে, বাকী জীবন স্ক্রাচে ভর দিয়েই কাটাতে হবে।
ঘটনা -২
সজীব আজ খুব আনন্দিত দীর্ঘ সাধনার পর আজকে তারা ক্যাম্পাসে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছির বের করবে। প্রশাসনের ব্যপক ধরপাকড়াও, সন্ত্রাসী ছাত্রসংগঠনের পক্ষ থেকে নানারকম হুমকী ধমকী স্বত্বেও তারা মিছিল করতে দৃঢ় প্রতিজ্ঞ। যথাসময়ে মিছিল শুরু হলো, মিছিলের একেবারে সামনের দিকেই ছিলো সজীব, নিজেকে আজ অনেক নিষ্পাপ মনে হচ্ছে, সাচ্চা মুসলমান মনে হচ্ছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে শান্তিপূর্ণভাবেই মিছিলটি যখন শেষ হবার দিকে তখনি অতর্কিত হামলা করে বসলো একদল ছাত্রনামধারী সন্ত্রাসী। তারা মূহ মূহ গুলি বর্ষন করতে লাগলো মিছিলের উপর। অনেকে আহত হলো সজীবের পায়েও গুলি লেগেছে। কারা যেন তাকে হাসপাতালে নিয়ে গেলো, সজীবের আর পায়ে হেঁটে হাসপাতাল থেকে বের হওয়া সম্ভব হলো না, স্ক্যাচে ভর দিয়েই চলতে হলো তাকে।
সেজান আর সজীব আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। একজন জাহান্নামের দিকে যাচ্ছিল আর একজন জান্নাতের খোঁজে। দুই জনের প্রাপ্তি দুরকম, একজনের জন্য রয়েছে সমাজের লাঞ্চনা গঞ্চনা আর এক জনের জন্য খুলেছে তার মহান রবের নিকটবর্তী হওয়ার সূবর্ণ সুযোগ। মৃত্যু অবধারিত, এই মৃত্যুর মাঝে বা আহত হবার মাধ্যমে যদি ইসলাম ও ইসলামী আন্দোলনের উপকার হয়, ইসলামী আন্দোলনের পথ সুগম হয় তবে এই মৃত্যু, এই পঙ্গুত্ব বরন প্রত্যেক মুমিনের একান্ত কাম্য হওয়া উচিত। আল্লাহ আমাদের প্রত্যেককে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার তাওফিক দান করুন (আমিন)।
©somewhere in net ltd.