![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট এই বাংলাদেশ তিন দিক থেকেই ভারতীয় সীমানা বেষ্টিত। পাশাপাশি দেশ হওয়া সত্বেও ভারত আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরন করে এমনটা গত কয়েক বছরের ইতিহাস ঘাটলে বুঝা যায় না। এখনো প্রতিদিন সীমান্তে ভারতীয় বিএসএফ আমাদের দেশের মানুষের উপর গুলি চালায়। আমাদের ন্যয্য দাবিগুলো এখনো তাদের হিমাগারে জমা।
আমাদের দেশে তাদের অবাধ বানিজ্য সুবিধা থাকলেও তাদের দেশে আমাদের পন্য খুঁজে পাওয়া মুশকিল। দেশে গুলা বিশেক টিভি চ্যানেল থাকলেও ভারতে চলে এমন কোন চ্যানেল আমাদের নাই কিন্তু তাদের দেশের ত্রিশের অধিক চ্যানেল আমাদের দেশে চলমান। তাদের সিনেমা আমাদের হলগুলোতে মুক্তি দিলেও আমাদের সিনেমা তাদের দেশে প্রদর্শিত হয়েছে এমন নজির নাই ।
আমোদের দেশের অভ্যন্তরীন রাজনীতিতে তারা ব্যাপক নাক গলালেও তাদের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার সাহস আমাদের নাই। বর্তমানে রাজনৈতিক দলগুলোর অনৈক্যেরে সুযোগে আমাদের অভ্যন্তরীর বিষয়ে তাদের হস্তক্ষেপের সুযোগ আরো প্রশমিত হলো । দেশের কথা কেউ ভাবে না সবাই তাদের দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে । জন্মগতভাবেই আওয়ামীলীগ ভারত ঘেষা কিন্তু বতর্মানে বিএনপির অতিমাত্রায় ভারতীয় তোষন দেশের জন্য ভালো কোন ফল বয়ে আনবে বলে মনে হয় না। ক্ষমতার স্বার্থে আওয়ামীলীগ যেমন ভারতের সাথে অবৈধ চুক্তি করতে দ্বিধাবোধ করেনি তেমনি বিএনপিও মনে হয় করবে না কারণ ভারতই সব দলের কাছে ক্ষমতায় যাওয়ার মাপকাঠি।
আমাদের দেশের পোষাকের বাজার, আমাদের দেশের মানব সম্পদ, আমাদের দেশের সমুদ্রসীমানা এখন ভারতের দখলে। আমাদের দেশের ভূমিতে এখন ভারতীয় কাটাতারের বেড়া, নদীতে বাধ দিয়ে তারা দেশে কৃত্রিম পানি সংকট সৃষ্টি করেছে, আমাদের দেশের গর্ব বিডিয়ার আজ ধ্বংশ হয়ে গেছে ভারতীয়দের কুটকেীশলে, আমাদের দেশের বিমানবন্দরে আজ ‘র’ এর এজেন্টরা পাহারা দেয়।
ভারতীয়দের সাপ্লাই করা বিষাক্ত হাইব্রিড বীজ আমাদের কৃষিকে নিঃশেষ করে দিচ্ছে, আমাদের ফসলের জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। ভারতীয় তাপ বিদ্যুত কেন্দ্র আমাদের সুন্দরবন ধ্বংশ করে দিচ্ছে। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক রীতিনীতি সব কিছুই আজ তাদের আগ্রাসনের স্বীকার। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য আজ তাদের কুটকেীশলের স্বীকার।
বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় এমন কাজ ভারতীয়রা করেছে তার নজির একটাও নেই তবুও আমরা তাদের প্রতিবেশী দাবি করি, আমরা তাদের সহযোগিতার আশা করি। ভারতীয়দের এমন আগ্রাসী মনোভাব, প্রভু সুলভ আচরন, এদেশের সম্পদের উপর তাদের শকুনের দৃষ্টি সব মিলিয়ে মনে প্রশ্ন জাগে আসলেই কি ভারত আমদের প্রতিবেশী?
©somewhere in net ltd.