নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি দূর্ঘটনা নষ্ট করে সম্ভাবনা

০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

আমাদের মেীলিক চাহিদাগুলোর সাথে যোগ হওয়া নতুন চাহিদা হলো সড়ক দূর্ঘটন(?)। অন্য ৫ টি মেীলিক চাহিদা কষ্ট করে অর্জন করতে হয় কিন্তু এই চাহিদা আপনা আপনি এসে ধরা দেয় যদি আপনি নাও চান। বর্তমানে এটি আমাদের অবধারিত পাওনা।

বাংলাদেশে সড়ক দূর্ঘটনার মাত্রা বর্তমানে অনেক বেড়ে গেছে, প্রতিদিনই সড়ক দূর্ঘটনার স্বীকার হচ্ছে অনেক মানুষ কারো জীবন যাচ্ছে, কেউ পঙ্গুত্বের গ্লানি নিয়ে জীবন কাটাচ্ছে বছরের পর বছর। এই সড়ক দূর্ঘটনা শেষ করে দেয় একটি সম্ভাবনা, একটি উজ্জ্বল ভবিষ্যত। দিন দিন সড়ক দূর্ঘটনার মাত্রা বেড়ে যাচ্ছে কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই খবরের কাগজের পাতা জুড়ে সড়ক দূর্ঘটনার খবর, ছবি ছাপা হয় যা মূল দূর্ঘটনার সামান্যই কিন্তু আড়ালে থেকে যায় এরকম কত শত দূর্ঘটনা।

আমরা মিশুক মুরীর মরলে, সাইফুর রহমান মরলে সড়ক দূর্ঘটনার খবর পাই কিন্তু রাস্তা পার হতে গিয়ে পথচারী মরলে কোন খবরে আসে না কেউ তাদের খোঁজ নেয় না কিন্তু এই লোকটিই ছিল তার ১০ সদস্যের পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যাক্তি। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মরলে প্রতিবাদ হয় রাস্তায় গাড়ি ভাংচুর, অবরোধ হয় কিন্তু কোন প্রাইভেট কোম্পানীর পিয়ন গাড়ি চাপা পড়ে গেলে কেউ তার জন্য মানব বন্ধন করে না, সান্ত্বনা দিতে এমপি মন্ত্রীরা তার বাড়িতে ছুটে যায় না।

রাস্তায় বের হতে ভয় হয়, গাড়িতে উঠতে ভয় হয় এই বুজি গাড়ি চাপা পড়ে প্রান গেল। কোথাও কোন নিয়মনীতি নেই, না আছে চালকের জন্য না আছে যাত্রীর জন্য। যত্রতত্র পার্কিং হচ্ছে, সিগনাল কেউ মানছেনা, গতিসীমাও কেউ লক্ষ্য করছেনা। লাইসেন্স বিহীন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ফিটনেস বিহীন গাড়ি অবাধে চলছে, অবৈধ নসিমন করিমন চলছে সমানতালে হাইওয়ে রোডে।

অন্যের পাপের বলি কেনো আমাদের হতে হবে। অন্যের অপকর্মের বোঝা কেন আমাদের বয়ে বেড়াতে হবে। কেন অন্যের ভুলে একটি সম্ভাবনা নিঃশেষ হয়ে যাবে। একটি সম্ভাবনাকে বাঁচাতে একটি ভবিষ্যতকে বাঁচাতে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। একটি স্বাধীন, নিরপেক্ষ কমিশন গঠন করে দূর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইন এবং আক্রান্তদের জন্য ক্ষতিপূরনের ব্যবস্থা করে নীতিমালা প্রনয়ন করে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে।

আমরা গাড়ির চাকার নিছে পিষ্ট হয়ে মরতে চাই না, গাড়ির ধাক্কায় আহত হয়ে পঙ্গু হয়ে অভিশপ্ত জীবন নিয়ে বাঁচতে চাই না, আমরা চলার জন্য নিরাপদ সড়ক চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

ঢাকাবাসী বলেছেন: একজন মন্ত্রী কাম শ্রমিক নেতা আর তাকে সমর্থনকারী সরকার আর তার অনুসারী কয়েক লাখ অশিক্ষিত অদক্ষ ওদ্ধত অসভ্য দুর্বিনীত বেপরোয়া বাস ট্রাক চালকের কারণে এদেশে প্রতি বছর পনের থেকে কুড়ি হাজার মানুষ খুন হয়। কোন বিচার নেই, শাস্তি তো পরের কথা! নিরাপদ সড়ক চান কার কাছে? কোন লাভ নেই। বলবে রাবিশ!

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

এমএস ইসলাম বলেছেন: পরিবহন খাতটা নতুন করে ফরমেট দিতে হবে এতে করে মন্ত্রী যদি আগাছার মতো উড়ে যায় তাতে কিছু যায় আসে না তবুও আমরা বাঁচতে চাই।

২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: সবাই নীতি কথা বলে--কেউ আর মানে না।এজন্যই আজ এই দশা।তবে আমি নিশ্চিত--যেদিন মুজিব অথবা জিয়া পরিবারের কেউ সড়ক দুঘর্টনায় মারা যাবে সেই দিন হয়ত কিছু একটা পরিবর্তন আসতে পারে---

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৬

এমএস ইসলাম বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.