![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুনের পর খুন হচ্ছে
গুম হচ্ছে জ্যান্ত মানুষ
গাড়িচাপা পড়ছে কতো
আগুনে পুড়ে হচ্ছে শেষ।
যুবসমাজ ধ্বংশ হচ্ছে
মাদকের করাল গ্রাস
তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার
ডেকে আনছে সর্বনাশ।
অপসংস্কৃতির হিংস্র থাবায়
নিচ্ছে কেড়ে সমাজের আয়েশ
আধুনিকতার নষ্ট ছায়ায়
তরুন সমাজ আজ নিঃশেষ।
নষ্ট রাজনীতির খেলা চলছে
জনতার উঠছে নাভিশ্বাস
প্রতিশ্রুতি রক্ষার খবর নেই
দিয়ে যাচ্ছে কেবল আশ্বাস।
বাড়ছে শুধু লাশের বোঝা
অকালে জীবন যাচ্ছে বেশ
আর কতো প্রান গেলে
আমাদের ফিরবে হুশ।
পাপে পাপে পূর্ণ আজ
মানবতা ছাড়ছে দীর্ঘশ্বাস
এমন শাসক পাবো কবে
গড়বেন যিনি সোনার বাংলাদেশ।
©somewhere in net ltd.