![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতোদিন র্যা বের দিকেই এই অভিযোগের তীর ধরা ছিল এখন সেটা পুলিশের দিকে তোলা হল। র্যা ব যে কন্ট্রাক কিলিং করে সেটা প্রমানিত অন্তত নারায়নগঞ্জের ঘটনা তার স্বাক্ষী কিন্তু পুলিশ হঠাৎ করে কেন অভিযুক্ত হল। মতিঝিলে পুলিশের গুলিতে দুই যুবক হত্যার ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় প্রতিপক্ষের লোকজনের কাছ থেকে পুলিশ টাকার বিনিময়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে এবং এও দাবি করা হয় তাদের নামে থানায় ইতিপূর্বে কোন মামলাও ছিলো না। তাহলে পুলিশ কেন তাদের হত্যা করলো ? পুলিশ অবশ্য একটা যুক্তি তুলে ধরেছে, নিহত দু’জন ভয়ংকর অপরাধী ছিলো, মাদক চোরাচালানীর ব্যবসা তারা নিয়ন্ত্রন করতো। থানায় মামলাতো দূরের কথা যাদের নামে থানায় একটা জিডি পর্যন্ত নেই তাদের পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসী দাবি কতটা যুক্তিসংগত তা নিশ্চয়ই পর্যালোচনার দাবি রাখে। পুলিশের এই যুক্তি বিশ্বাস করার কোন যুক্তি অবশ্য নেই কারণ পুলিশ দায়সারাভাবে প্রায়ই এমন যুক্তি দিয়ে থাকে। পুলিশের হাতে নিহতের ঘটনা শুধু কেবল এটা না বাংলাদেশে এখন প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। যশোরে পুলিশের গুলিতে নিহত হলো ব্যবসায়ী, এছাড়া লক্ষীপুর, সীতাকুন্ড, সাতক্ষীরা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, রাজশাহীতে প্রায়ই পুলিশের গুলিতে নিহতের সংবাদ পাওয়া যায়, তবে সেটা অর্থের বিনিময়ে কিনা সেটা এখন ভেবে দেখতে হবে। পুলিশের হেফাজতে থানায় আসামি মৃত্যুর ঘটনাও দিন দিন বেড়ে চলছে। পুলিশ কি র্যাহব থেকে এই দীক্ষা পেল নাকি নিজেরাই এই ব্যবসায়ের গোড়াপত্তন শুরু করেছে। টাকার বিনিময়ে হোক, উপরের নির্দেশে হোক আর ক্ষমতার দাপটে হোক যেভাবেই পুলিশ হত্যা করেনা কেন ন্যায়বিচারের স্বার্থে পুলিশের সকল হত্যাকান্ডের তদন্ত হওয়া প্রয়োজন। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল হত্যাকান্ডের বিচার দাবি করছি।
©somewhere in net ltd.