নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সার্জেন্টের ঈদ বোনাস অতঃপর রাস্তায় ইফতার

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

গতকাল বাসায় ফিরছি লোকাল বাসে করে, বাম দিকে জানালার পাশেই বসা একবারে পিছনের সিটের আগের সিটে। ইফতারের আর বেশী দেরী নেই খুব সম্ভব আধা ঘন্টা বাকী। বাস স্বাভাবিক গতিতে চললে সময় মত বাসায় গিয়ে ইফতার করা যাবে। আসাদ গেট পার হয়ে আড়ং সিগনাল ক্রস করে বামে মোড় নিতেই বেরসিক ট্রাফিক সিগনাল দিয়ে আমাদের বাস থামালো। বেরসিক বলছি এই কারনে একবারে চলন্ত একটা গাড়িকে সিগনাল দিয়ে থামিয়ে দিয়েছিল সে। গাড়ির কাগজপত্র দেখতে চাইলো সার্জেন্ট, ড্রাইভার গাড়ি থেকে নেমে কাগজপত্রগুলো দেখাতে নিয়ে গেলো। কাগজ পত্রগুলোর উপর চোখ বুলিয়ে গাড়ি রাস্তার একপাশে সাইট করে রাখতে ইঙ্গিত করলো ড্রাইভারকে। বুজলাম কাগজপত্র ঠিক নেই, গাড়ির অবশ্য ঠিক থাকার কথাও না গাড়ির যে অবস্থা তাতে কেজি দরে বিক্রি করে দেওয়া ছাড়া রাস্তায় চলছে কিভাবে সেটা অবিশ্বাস্য একটি বিষয়। ড্রাইবার বার বার সার্জেন্টকে বলতেছে, স্যার মামলা দিয়ে দেন চলে যাই। কিন্তু সার্জেন্ট মামলা দিবেনা কারণ এই গাড়ি রাস্তায় চলতে পারবে না। আমারও মাথায় আসেনা মামলা দিয়ে দিলে সার্জেন্টের অসুবিধা কোথায়? ওদিকে ট্রাফিক গাড়ির হেলফারকে ডেকে নিয়ে এক আঙ্গুল উঠিয়ে দেখালো, মানে এক হাজার টাকা দিলে গাড়ি ছেড়ে দিবে। হাজারটা মামলা নিতে রাজি কিন্তু নাছোড়বান্দা ড্রাইভার টাকা দিতে রাজি হলো না। ট্রাফিক আস্তে করে বললো, আরে ভাই আপনি তো আচ্ছা লোক দুই হাজার টাকার মামলা নিতে রাজি কিন্তু এক হাজার টাকা দিতে রাজি হচ্ছেন না, বুজেন না কেন সামনে ঈদ স্যারের ঈদ বোনাস লাগবে না? ড্রাইভার স্যারের ঈদ বোনাস দিতে অপারগতা প্রকাশ করলো আর তার বলি হলাম আমরা। গাড়ি আর সামনে এগোলো না, আমরা সবাই নেমে যার যার মতো গন্তব্যের পিছে ছুটতে লাগলাম। অনেক কষ্টে আরেকটা গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম কিন্তু সময়মতো বাসায় পেীঁছতে পারলাম না তাই ইফতারটা রাস্তায়ই করতে হয়েছে। গাড়িতে ইফতার করছি আর ভাবছি কি সুন্দর অভিনব পদ্ধতি ঈদ বোনাস তোলার তাও আবার একবার নয় বার বার, আমরা কি পাবো আমাদের ঈদ বোনাস যেখানে বকেয়া বেতন পাবো কিনা তা নিয়ে মাথা ঘামাতে হয়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সরকারের সাপোর্টে সবচাইতে দুর্ণীতিবাজ পুলিশ হল বা...।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪১

এমএস ইসলাম বলেছেন: একমত

২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫২

পাইলট ভয়েচ বলেছেন: ভাই রাস্তায় বের হলে কস্টে কান্না পায়!!! অত অনিয়ম দেখার কেও নাই! আর যারা আছেন তারা ও তাদের পকেট ভারি করার ব্যস্ত!

আল্লাহ কি আমাদের মুক্তি দিবে না

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

এমএস ইসলাম বলেছেন: আমাদের কান্না দেখার আসলেই কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহই একদিন আমাদের এই পঙ্কিল সমাজ থেকে মুক্তি দিবে যদি আমরা আল্লাহর দেখানো পথে চলি।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৫

হরিণা-১৯৭১ বলেছেন: পুরো পুলিশ বাহিনীকে বাদ দিয়ে নতুন লোক নিতে হবে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

এমএস ইসলাম বলেছেন: শুধু পুলিশ বাহিনী নয় আমাদের বাঙ্গালী জাতিটাকেই আবার নতুন করে সেটআপ দিতে হবে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

এমএস ইসলাম বলেছেন: শুধু পুলিশ বাহিনী নয় আমাদের বাঙ্গালী জাতিটাকেই আবার নতুন করে সেটআপ দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.