নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সাকিব ভার্সেস বিসিবি (পক্ষ বিপক্ষের যুক্তিতর্ক)

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২২

বিসিবি কর্তৃক সাকিবের শাস্তি নিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে



আসুন দেখে নেই সাকিবের পক্ষে বিপক্ষের সমর্থকদের যুক্তিগুলো



বিপক্ষের সমর্থকঃ

# দূর্জন বিদ্বান হলেও পরিতাজ্য

# দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো

# দুধ নষ্ট হওয়ার জন্য একফোটা ছানাই যথেষ্ঠ

# দল ধ্বংশের জন্য ১১ জন খারাপ হওয়ার দরকার নাই একটাই যথেষ্ট

# সাকিব ভালোমানের খেলোয়াড় হলেও ভালমানের বেয়াদপ

# ইভটিজারদের জন্য দেশের আইন আছে সাকিব আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে

# সাকিবের ক্যারিয়ার ধ্বংশের জন্য তার স্ত্রীর উশৃঙ্খলতাই দায়ী

# সাকিব টাকার জন্য খেলে দেশের জন্য খেলে না

# সাকিবের আচরন আন্তজার্তিকভাবে বাংলাদেশের ক্রিকেটারদের উপর খারাপ প্রভাব ফেলেছে

# সাকিবের সাজা যেীক্তিক হয়েছে





পক্ষের সমর্থকঃ

# দুধ দেয়া গাভীর লাথ্থি খাওয়াও ভালো

# নাই মামার চেয়ে কানা মামা ভালো

# মূর্খ্য শত্রুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো

# দলকে এগিয়ে নিতে ১১ জন প্রতিবাদীর দরকার নাই একজনই যথেষ্ট

# সাকিব একটু বেয়াদপী করলেও সে একজন ভালো খেলোয়াড়

# ইভটিজিং এর প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই সাকিবের আছে

# সাকিবের স্ত্রী কি বোরখা পরে ঘরে বসে থাকবে নাকি যেখানে বিশ্বের নামিদামি খেলোয়াড়রা স্ত্রী, প্রেমিকাদের নিয়ে ঘুরে বেড়ায় তার স্ত্রীই তাকে ভালো খেলার উৎসাহ দেয়।

# টাকা ছাড়া কোন খেলোয়াড় কেলে নাকি, সাকিব দেশের সুনাম বৃদ্ধি করেছে।

# সাকিব বিশ্বের দরবারে দেশকে তুলে ধরেছে

# সাকিবকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে



সব কথার শেষ কথা হলো আমরা বাংলাদেশীরা একটু আবেগপ্রবন জাতি। তাই কাউকে যেমন মাথায় তুলে নিয়ে নাচতে সময়ের দিকে তাকাই না তেমনি কাইকে ছুড়ে ফেলে দিতেও অতীতের দিকে তাকাই না। সাকিব অন্যায় করেছে তার সাজা নিশ্চয়ই সে পাবে তাই তাকে সাজা দেওয়ার ক্ষেত্রে আরেকটু সময় নিয়ে দিলে ভালো হতো আর অবশ্যই ক্রিকট বোর্ডের করা অন্যায়গুলোর জন্যও সাজা হওয়া উচিত। সে হিসাবে সাকিবের সাজা যদি যেীক্তিক হয় তবে বোর্ড সভাপতিসহ সকল সদস্যদের ও আজীবনের জন্য বোর্ডে নিষিদ্ধ হওয়া উচিত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

মিতক্ষরা বলেছেন: সাকিবের অনেক আচরন নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছে। এটা সর্বজন স্বীকৃত। কিন্তু এখন যে ঘটনার প্রেক্ষিতে বোর্ড ছয় মাসের শাস্তি দিয়েছে তা নিয়ে একটি ধুম্রজালের সৃষ্টি হয়েছে। প্রথমত সাকিবের কোন দোষই এতটা মারাত্মক নয় যে তাকে ছয় মাসের সম্পূর্ন নিষেধাজ্ঞা দিতে হবে। দ্বিতীয়ত: যেসব ঘটনা নিয়ে সাকিব শাস্তি পেয়েছেন সেগুলোর প্রেক্ষিতে শাস্তি দেয়া অযৌক্তিক। ছয় মাসের শাস্তির জন্য বোর্ড দুটো ঘটনা উল্লেখ করেছে। এক। ড্রেসিং রুম ছেড়ে গিয়ে স্ত্রীর উত্যক্তকারীদের মারধর, দুই। কোচ হাতুরাসিংহের সাথে রূঢ় আচরন। এই দুটোই খুব মারাত্মক অভিযোগ নয় যে ছয় মাসের শাস্তি দিতে হবে। বড়জোড় আর্থিক জরিমানা এবং কয়েক ম্যাচের সাসপেন্ড করতে পারতো। বোর্ডের আচরনে স্বচ্ছতা প্রয়োজন। বোর্ডও চলে জনগনের কষ্টার্জিত ট্যাক্সের অর্থে।

১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৭

এমএস ইসলাম বলেছেন: কিছু কিছু বিষয়ে সহমত

২| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

রাজিব বলেছেন: সাকিবের ক্যারিয়ার ধ্বংশের জন্য তার স্ত্রীর উশৃঙ্খলতাই দায়ী"
সাকিবের বউ কোথায় কার সঙ্গে উশৃঙ্খলতা করেছে?

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯

এমএস ইসলাম বলেছেন: কোথায় করেনি সাকিবের বউ উশৃঙ্খলতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.