![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতঃপর জাহিদ নামের এক ব্লগার প্রশ্ন রেখেছেন-----
"পাকিস্তান জিন্দাবাদ" বলেই যারা এদেশের মানুষদের নির্মমভাবে হত্যা করেছে
সেই জিন্দাবাদ স্লোগান আমরা কেন ব্যবহার করবো??
তার কাছে ও তার মুরিদদের কাছে আমার প্রশ্ন......
জয় বাংলা বলে,
যখন বিশ্বজিতকে কোপানো হয়(পুরান ঢাকায়)
জাবিতে ধর্ষনের সেঞ্চুরী করা হয়(মানিক)
শেয়ার বাজারের কোটি কোটি টাকা লুট করা হয়
শিক্ষকে প্রহার করা হয়(জাবিতে)
গুলিতে শিশু নিহত হয়(বাকৃবিতে)
কাউন্সিলর গুম ও হত্যা করা হয়(নারায়নগঞ্জে)
লাঠি দিয়ে সাপের মত পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয়(পল্টনে)
লাশের উপর নৃত্য করা হয়(পল্টনে)
বাধনের সতীত্ব হরণ করা হয়(ঢাবিতে বর্ষবরণ অনুষ্ঠানে)
দলীয় কর্মী খুন করা হয়(জাবিতে)
মেধাবী আবু বকরকে হত্যা করা হয়(ঢাবিতে)
টেন্ডারবাজী করা হয়(সমগ্র বাংলাদেশে)
লুটপাট করা হয়(সাতক্ষীরা)
মেধাবীদের প্রতিবাদ মিছিলে হামলা করা হয়(শাহবাগে কোটাবিরোধী মিছিলে)
বিহারিদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়(মিরপুর)
হিন্দুদের মন্দিরে হামলা করা হয়(পাবনা)
শহীদ মিনারে হামলা ভাংচুর করা হয়(সিলেট)
চাঁদাবাজি করা হয়(সারা বাংলাদেশে)
ভার্সিটির হল গুলোতে ফ্রি খাবার খাওয়া হয়(সব)
তখন কি জয় বাংলা স্লোগান ব্যবহার করা কি ঠিক হবে???
©somewhere in net ltd.