![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোয়া করো আমায় তুমি
আমার প্রিয় বাবা
শত বাঁধার মাঝেও যেন
করতে পারি তোমার সেবা।(!!)
সারাদিনের ক্লান্তি শেষে
ঘরে যখন ফিরে আসতে
শত কষ্টের মাঝেও তুমি
আমার খবর নিতে।(!!)
তোমার খোঁজ নিতে পারিনা
তাই রাগ করো না বাবা
তোমার ভালবাসাই ফুটাতে পারে
আমার মনে খুশির আভা।
আজ খুব ভালো আছি
বাবা তোমার স্নেহের বদেীলতে
কোন ভুল করলে পরে
তুমি আমায় শুধরিয়ে দিতে। (!!)
তোমার দুঃখ ভুলাতে পারিনি
তাই কষ্ট পেয়ো না বাবা
তোমার হাসিমাখা মুখইতো
প্রেরণা হবে জাগাতে প্রতিভা
উৎসর্গঃ সদ্য পিতা হারানো প্রিয় বন্ধু মহিউদ্দিন মাহমুদ কে
©somewhere in net ltd.