নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আসেন সুশীল হই, চারদিকে শুধু সুশীলের জয়গান!

১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪

জলে স্থলে বনে জঙ্গলে কোথা নেই সুশীল, আকাশ বাতাস দেশে বিদেশে আজ সুশিলে ভরপুর।কিন্তু আমাদের সুশীলরা একটু ভিন্ন তারা কথা বলে একরকম করে কাজ করে অন্যরকম।



# মাদকবিরোধী সেমিনার করে এসেছে কিন্তু বাসায় এসে ফ্রিজ থেকে তুলে নিচ্ছে বিদেশী মদ।

# নিরাপদ সড়কের জন্য র্যা লি করেছে যানজট থেকে বাঁচতে রং সাইড দিয়ে রাস্তা পার হচ্ছে।

# পরিবেশ দূষণ বিরোধী মানব বন্ধন করে এসে নিজের জন্য বন উজাড় করে চোরাই পথে আসা সেগুন গামারী কাঠের ফার্নিচার নিচ্ছে।

# কোচিং সেন্টার গুলোর বিরুদ্ধে মিছিল করে এসে নিজের বাচ্ছাকে ঠিকই ভর্তি করিয়ে দিচ্ছে নামকরা কোচিং সেন্টারে।

# গৃহকর্মীর অধিকার রক্ষার আন্দোলনে একাত্বতা প্রকাশ করে এসে বাসার কাজের মেয়েকে ঠুনকো অপরাধে মারধর করছে।

# নারীর অধিকারের জন্য আন্দোলন করে এসে নিজের বোনের, মায়ের হক লুন্ঠন করছে।



আরেক শ্রেনীর সুশীল আছে তারা এদের মতো না কিন্তু এরা শরীর(রুপক অর্থে) বাঁচিয়ে চলে।



# দেশে যখন খাদ্যাভাব দেখা দেয় তখন ওরা চিন্তা করে আহারে পশুপাখিগুলোর কি হবে?

# শিক্ষাঙ্গনে যখন সন্ত্রাসী কর্মকান্ড চলতে থাকে তখন ওদের চিন্তা কিভাবে তথ্য প্রযুক্তিতে জাপানকে পিছনে ফেলা যায়?

# যখন দেশের মানুষের মানবাধিকার প্রশ্নের সম্মুখীন তখন এদের চিন্তা কিভাবে বনজ সম্পদ রক্ষা করা যায়?

# যখন দেশে অর্থনীতি পঙ্গু প্রায় তখন এদের চিন্তা কিভাবে গ্রিনিচ রেকর্ড বুকে নাম তোলা যায়?

# দেশে যখন গুম হত্য সমানতালে চলে তখন ওদের চিন্তা কৃষিতে কিভাবে বিপ্লব ঘটানো যায় ?

# যখন দেশের প্রশাসনে বিশৃঙ্খলা রাম রাজত্ব কায়েম করে তখন ওদের চিন্তা কিভাবে মঙ্গলে লোক পাঠানো যায়?

# যখন দেশের জনশক্তি রপ্তানি ধ্বংশের মুখে তখন ওদের চিন্তা পতিতাদের একটা ব্যবস্থা না করে পতিতা পল্লি উচ্ছেদ করা কি ঠিক হয়েছে?

# যখন দেশের সংবিধান মৃত প্রায় তখন ওদের চিন্তা সিরিয়ার গণতন্ত্রের ভবিষ্যত কি হবে?

# যখন দেশে প্রশ্নপ্রত্র ফাঁসের মহোৎসব চলছে তখন ওদের চিন্তা পাশের হার কিভাবে শতভাগ রাখা যায়?

# সরকারী ব্যাংকগুলোতে যখন লুটপাটের উৎসব চলে তখন ওদের চিন্তা বিদেশে অবৈধভাবে জমানো টাকাগুলো কিভাবে আনা যায়?

# পুলিশের গুলিতে যখন মানুষ মরে তখন এদের চিন্তা দেশের জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়?



এই ধরনের সুশীলদের কাজগুলো অবশ্যই ভালো এবং বিবেচনার দাবি রাখে। তারা নীতিকথাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষদের কাছে উপস্থাপন করে আর মানুষও তাদের বাহবা দেয়। কিন্তু এদের কোন কথাই মানুষের কোন কাজে আসে না কারণ এরা জ্বরের সময় দেয় ডায়রিয়ার ট্যাবলেট আর ডায়রিয়ার সময় দেয় সর্দির ট্যাবলেট। তাই মাঝে মাঝে এদের ভালো ভালো কথাগুলো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।



তবে কারণ যাই হোক দেশে আজ সুশীলেরাই একমাত্র দেশের সচেতন নাগরিক। তারা আমার আপনার জন্ম মৃত্যু থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া রুচি কৃষ্টি কালচার সভ্যতা পোষাক আশাক সবকিছুতেই সমান তালে মাথা ঘামাচ্ছে। অচিরেই দেখবেন আপনার স্ত্রী বা স্বামীর সাথে দৈনন্দিন করণীয় ও তারা নির্ধারণ করে দিবে।



তবুও আশার দিক হলো সুশীলরা কাজে না পারুক মুখেতো বলতেছে । অন্যরাতো মুখে তালা দিয়ে রেখেছে এই ভয়ে যদি সত্য কথা বললে বিরোধী পক্ষ সুবিধা নিয়ে নেয়। তাই আসেন আমরা সবাই সুশীল হই এতে করে অন্তত কেউ আপনাকে দালাল রাজাকার নাস্তিক তেঁতুল ইত্যাদি বলে কটুক্তি করতে পারবেনা এবং আপনি থাকবেন জনরোষ মুক্ত আর পাবেন কিছু সস্তা জনপ্রিয়তা।



বিঃদ্রঃ সুশীলের প্রত্যেকটি কথাই তার স্বার্থ সংশ্লিষ্ট হয় এখানে দেশ বা জনগন কোন মূখ্য বিষয় নয় হয়তো দেশ বা জনগন ব্যক্তিস্বার্থের বদেীলতে কিছু সুবিধা পায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:০৫

হরিণা-১৯৭১ বলেছেন: এত ক্ষোভ কেন?

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০১

এমএস ইসলাম বলেছেন: সুশীলীয় বানী সুশীলীয় কমেন্টস সুশীলীয় ব্লগ দেখলে মাথা ঠিক থাকে কন? আসল বিষয়ের খবর নাই নকল নিয়ে কাড়াকাড়ি...

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০০

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন। মজা পেলুম।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০২

এমএস ইসলাম বলেছেন: এত মজা রাখেন কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.