নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটু মুখ সামলে কথা বললে হয় না?

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অনেকেই দেখছি ইদানিং আওয়ামীলীগকে গালাগালি দিয়ে কথা বলেন কিন্তু কেন গালি দিতে হবে যদি আপনি গালি দেওয়া ছাড়াই আওয়ামীলীগকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন? গালাগালি বা কটুক্তি করার দরকার নাই, সত্য কথা বলুন ন্যায়ের কথা বলুন এমনিতেই আওয়ামীলীগের বিপক্ষে যাবে। ইতিহাস স্বাক্ষী গত এক যুগে আওয়ামীলীগের এমন কোন ভাল কাজের নজির নেই যতটা আছে গুম, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, কাটাকাটি, মারামারি, চুরি, ছিনতাই, ডাকাতির এক দীর্ঘ তালিকা। পত্রিকার পাতা উল্টালেই দেখবেন তাদের অপকর্মের শত শত নিদর্শণ, আপনার চলার পথে অহরহ দেখবেন তাদের কুকর্মের চিহ্ন।



আপনি বলুন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখুন মানুষ বুঝবে আপনি ছাত্রলীগকে নিয়ন্ত্রনের কথা বলছেন

আপনি বলুন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট বানিজ্য বন্ধ করুন মানুষ বুঝবে আপনি ছাত্রলীগের অবৈধ কাজকে বুঝিয়েছেন

আপনি বলুন, টেন্ডারবাজি চাঁদাবজি বন্ধ করুন মানুষ বুঝবে আপনি সেচ্চাসেবকলীগ যুবলীগকে ইঙ্গিত করেছেন।

আপনি বলুন, সুদ ঘুষ বন্ধ করুন মানুষ বুঝবে আপনি সরকারদলীয় আমলাদের কথা বলছেন।

আপনি বলুন, গুম খুন বন্ধ করুন মানুষ বুঝবে আপনি সরকারদলীয় এমপিদের উদ্দেশ্য করে বলেছেন

আপনি বলুন, ইভটিজিং ধর্ষণ বন্ধ করুন মানুষ বুঝবে আপনি ছাত্রলীগের এই অপকর্মের দিকে আঙ্গুল তুলেছেন

আপনি বলুন, ভর্তি বানিজ্য বন্ধ করুন মানুষ বুঝবে আপনি ছাত্রলীগের এই অবৈধ ব্যবসা বন্ধের কথা বলছেন

আপনি বলুন, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করুন মানুষ বুঝবে আপনি এখানে বিশ্বজিৎকে কোপানোর কথা বলছেন।

আপনি বলুন, দলীয় হানাহানি বন্ধ করুন মানুষ বুঝবে আপনি ছাত্রযুবলীগের দলীয় কোন্দলের কথা বলছেন।

আপনি বলুন, নিয়োগ বানিজ্য বন্ধ করুন মানুষ বুঝবে আপনি সরকার দলীয় মন্ত্রীদেরকে ইঙ্গিত করেছেন

আপনি বলুন, ক্রসফায়ার, বন্ধুকযুদ্ধ বন্ধ করুন মানুষ বুঝে নিবে আপনি সরকারের পেটুয়া বাহিনীর কথা বলছেন

আপনি বলুন দূর্নিতি বন্ধ করুন মানুষ বুঝবে আপনি সরকার দলীয় মন্ত্রীএমপিদের দূর্ণিতির কথা বলছেন।

আপনি বলুন, সীমান্ত হত্যা বন্ধের উদ্যেগ নিন মানুষ বুঝবে সরকারী সীমান্ত রক্ষীদের দূর্বলতার কথা।

আপনি বলুন, অর্থনীতির চাকা সচল রাখুন মানুষ বুঝবে আপনি সরকারী ব্যাংক, শেয়ার বাজারের লুটপাট বন্ধের কথা বলছেন।



আপনি নীতির কথা বলেন, সাম্যের কথা বলেন, মানবতার কথা বলেন দেখবেন আওয়ামীলীগ ও তাদের দোসরদের আঁতে ঘা লাগবে। কারণ নীতি নৈতিকতা, সহানূভূতি, মানবিকতা এর কোনটাই এখন আওয়ামীগের নাই। নীতি এখন বাক্সবন্ধী, মানবতা এখন কাটাতারে ঝুলে যেমন ঝুলেছিল ফেলানী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন।

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

এমএস ইসলাম বলেছেন: ধণ্যবাদ ভাই একমত প্রকাশ করার জন্য

২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪

হরিণা-১৯৭১ বলেছেন: মোটামুটি সঠিক

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩০

এমএস ইসলাম বলেছেন: কিছুটা সন্দেহ নিয়ে বললেন মনে হয় ? আমি কিন্তু বলছিনা অন্যরা সবাই ধোয়া তুলশী পাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.