নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সািফ রুবেল

সািফ রুবেল › বিস্তারিত পোস্টঃ

প্রখ্যাত সাহিত্যিক সালমান রুশদীর সাথে দেখা করেছেন ডেনভারে ব্লগারদের মুক্তির দাবীতে আন্দোলনরত অ্যাক্টিভিস্টরা। আন্দোলনের মুকুটে যোগ হল নতুন পালক।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১২





সালমান রুশদীর সাথে গ্রেফতারকৃত চারজন ব্লগারের ছবিসম্বলিত টি-শার্ট পরিহিত ডেনভারের এক্টিভিস্টরা



সম্প্রতি বাংলাদেশে বাকস্বাধীনতাকে লঙ্ঘন করে আটককৃত ব্লগারদের মুক্তির দাবীতে আন্দোলনে সক্রিয় রয়েছেন বিশ্বের সব দেশের বাংলাভাষী অনলাইন এক্টিভিস্টরা। মুক্তচিন্তার সাথে যারা জড়িত তাদের জন্য বাংলাদেশ আজ শ্বাপদসংকুল হয়ে উঠেছে, এর মাঝে আশার আলো হয়ে এসেছেন আমাদের ডেনভারের বাংলাদেশী ব্লগার এক্টিভিস্টরা। তারা নিয়মিত মানববন্ধন থেকে শুরু করে প্রতীকি অনশন চালিয়ে যাচ্ছেন সুদূর আমেরিকার মাটিতে।



ব্লগারদের মুক্তির দাবীতে সেখানে প্রতীকি অনশন ও মানববন্ধন চালিয়ে যাচ্ছেন সাজ্জাদ মারুফ, আয়েশা ইকবাল, তামজিদা খান, সানজিদা মহিউদ্দীন, রাসেল সাঈদ এবং আরো কয়েকজন মুক্তচিন্তার স্বপক্ষের যোদ্ধা। মুক্তচিন্তার স্বপক্ষের এসব বাঙালিসন্তান প্রতিদিন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে ডেনভারের রাজপথ এবং ইউনিভার্সিটি অফ ডেনভারের ডিসক্রল ব্রীজে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।









ডিসক্রল ব্রীজে ইউনিভার্সিটি অফ ডেনভারের বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট আয়েশা ইকবালের সাথে ইরফান ভাই।










মানববন্ধন ও প্রতীকী অনশন






যারা আন্দোলনরত ভাইদের সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য ফেসবুক গ্রুপের লিংক: Click This Link



সম্প্রতি তাদের আন্দোলনের মুকুটে যোগ হল নতুন পালক। বিখ্যাত সাহিত্যিক সালমান রুশদির সাথে তারা দেখা করতে সক্ষম হয়েছেন ব্লগারদের মুক্তির ব্যাপারে। বাংলাদেশে ব্লগের মুক্তচিন্তার ধারাবাহিকতা রক্ষা করতে সালমান রুশদি, তসলিমা নাসরিনদের মতো প্রথিতযশা সাহিত্যিকদের এগিয়ে আসার বিকল্প নেই।



নিচে আরেকটি ছবি, রাসেল সাঈদ এবং ইরফান ভাইয়ের সাথে সালমান রুশদির



মন্তব্য ৫৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

উৎস১৯৮৯ বলেছেন: সালমান রুশদি .... আর কাউকে খুজে পেলনা একদম জায়গামত গেছে।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

দ্যা বান্দর বলেছেন: সালমান রুশদিরে দিয়া ব্লগার জেল থেকা বাইর হইব কিনা জানি না, কিস্তু এই খবর মেইনস্ট্রীম মিডিয়ায় আইলে আমজনতা ব্যাপকভাবে মিসইন্টারপ্রেট করব। পাবলিক তো সালমান রুশদির নাম শুনলেই ফাল পাইড়া উঠব, বাকি খবর আর শুনে কে...

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

অচিন আলো বলেছেন: সম্প্রতি তাদের আন্দোলনের মুকুটে যোগ হল নতুন পালক। বিখ্যাত সাহিত্যিক সালমান রুশদির সাথে তারা দেখা করতে সক্ষম হয়েছেন ব্লগারদের মুক্তির ব্যাপারে


যে ব্লগারদের মুক্তির জন্য সালমান রুশদির সাথে দেখা করা ্লাগে, সেই ব্লগারদের মুক্তি না হাওয়াই উচিত। X(( X(( X((

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

আমি মোঃ চয়ন বলেছেন:
পোস্ট প্রিয়তে নিলাম ... :-B :-B টাইম মত কাজে লাগাবো । B-)) B-))

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

নষ্ট ছেলে বলেছেন: ভুদাই গুলার কাজকার দেইখা হাসতেই আছি =p~ =p~ =p~
কই মানুষের সিম্প্যাথি আদায় করব, না উলটা আগুনে ঘি ঢালতাছে!
আরে বেকুবের দল সামমান রুশদি আর তসলিমা নাসরিন ব্লগারদের পক্ষ নেওয়া মানে হইলে ওরা ইসলাম বিদ্বেষী এইটা মাইনা নেওয়া।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

অজানা এক আমি বলেছেন: আন্দোলনের বারটা বাজলো এই আর কি ....

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: =p~ =p~ =p~ =p~


বাধ্য হয়ে বলতে হয়, ডেনভারের ভাইজানেরা কি আলসেই ব্লগারদের মুক্তি চান! যদি মুক্তি চান তাহলে দয়া করে তাদের মুক্তি চাওয়া নিয়ে কিছু কইরেন্না। তাহলেই অনেক বড় মুক্তি চাওয়া হবে :/

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

আশিকুর রহমান ১ বলেছেন: হনুরা গেছে আরেক মহা হনুর কাছে ধর্না দিতে X(( X((

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

সািফ রুবেল বলেছেন: ডেনভারে আন্দোলনরত ভাইদের সাথে যোগ দিন

Click This Link

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

ম.র.নি বলেছেন: হাসতে হাসতে শেষ

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

দমকল৮৬ বলেছেন: কিছু শুয়োরের বাচ্চার মুক্তির দাবিতে কিছু কুত্তার বাচ্চা গেছে এক খানকির বাচ্চার কাছে ।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

আহসান২২ বলেছেন: mama josh cmnt!

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

তামিম ইবনে আমান বলেছেন: দমকল৮৬ বলেছেন: কিছু শুয়োরের বাচ্চার মুক্তির দাবিতে কিছু কুত্তার বাচ্চা গেছে এক খানকির বাচ্চার কাছে । :-P :-P :-P :-P :-P :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন:

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

স্বাধীন শোয়েব বলেছেন: ভাই মুক্তচিন্তা কি?

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫

তথই বলেছেন: রাজিব ২ হইতে পারে

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৯

vorer pakhi বলেছেন: ...............................!

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩০

পাগলাগরু বলেছেন: শেষ পর্যন্ত সালমান রুশদি। হাহাহা। পালকটা বিশেষ জায়গায় ইন করে বসে থাকেন ভাই।

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমার কিছু বলার ভাষা হারায় ফেলছি......... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

মাহিরাহি বলেছেন: পোস্টের চাইতে পোস্টের কমেন্টগুলা বেশি মজার।

২১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

_শাহরিয়ার_ বলেছেন: এই খবরটা যেইদিন দেশের মিডিয়ায় প্রকাশ পাবে সেই দিন থেকে সত্য সত্যই আন্দোলনে নতুন মুকুট যোগ হবে এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই B-) B-) B-) B-) B-) B-)

২২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯

স্পেলবাইন্ডার বলেছেন: ভাল...ভাল!

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

আহমেদ রিজভী বলেছেন: শিষ্য শযতানরা গেছে উস্তাদের কাছে ।

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

পথহারা সৈকত বলেছেন: এই খবরটা যেইদিন দেশের মিডিয়ায় প্রকাশ পাবে সেই দিন থেকে সত্য সত্যই আন্দোলনে নতুন মুকুট যোগ হবে এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

হাসান নাঈম বলেছেন: বহুল প্রচলিত বাংলা প্রবাদ টা মনে পড়ছে "রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু" ।

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

বাক স্বাধীনতা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

গর্দভদের দিয়ে কি আর আন্দোলন হয়? ছাগলামীর একটা লিমিট থাকা উচিত। এই ছাগলগুলার গাধামীর কোন শেষ নাই।

২৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

সাইবার অভিযত্রী বলেছেন: মাহিরাহি বলেছেন: পোস্টের চাইতে পোস্টের কমেন্টগুলা বেশি মজার।

হাসান নাঈম বলেছেন: বহুল প্রচলিত বাংলা প্রবাদ টা মনে পড়ছে "রতনে রতন চেনে ....

স্পেলবাইন্ডার বলেছেন: ভাল...ভাল!

আহমেদ রিজভী বলেছেন: শিষ্য শযতানরা গেছে উস্তাদের কাছে

আমি মোঃ চয়ন বলেছেন:
পোস্ট প্রিয়তে নিলাম ... :-B :-B টাইম মত কাজে লাগাবো ।

২৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: সবই আল্লাহর কুদরত :

আরো কুদরত দেখেন :

অবশেষে আবিষ্কার আল্লামা শফী রাজাকার !

২৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

টিনের বাড়ী বলেছেন: কয় স্টিক খাইয়া আইছেন ?

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

রাসেল মেটামোরফোজ বলেছেন: সব শয়তান একজোট হইছে!

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

বিডি আমিনুর বলেছেন: দেখা যাক তাহাদের আব্বারা তাহাদের কি জন্য কি করতে পারে !

৩২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

দুষ্টু ছোড়া বলেছেন: ভিক্ষা চাই না, কুত্তা সামলা... বিশাল কাম সাইরা এখন আইছেন আবার জানাইতে।
এতোগুলা আবালের মাঝে কারো মাথায় একটু বুদ্ধিও নাই!

৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

িসয়াদ বস বলেছেন: ভুদাই গুলার কাজকার দেইখা হাসতেই আছি =p~ =p~ =p~
কই মানুষের সিম্প্যাথি আদায় করব, না উলটা আগুনে ঘি ঢালতাছে!
আরে বেকুবের দল সামমান রুশদি আর তসলিমা নাসরিন ব্লগারদের পক্ষ নেওয়া মানে হইলে ওরা ইসলাম বিদ্বেষী এইটা মাইনা নেওয়া।

৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

ভালোরনি বলেছেন: হা হা হা। যেগলারে ধরছিলো হেগলারে পারমানেন্টলি বাহির হবার রাস্তা বন্ধ কইরা দিছে।

মাইরালা :-P

মাইরালা :-P

মাইরালা :-P

আর আচিপ মামারা যদি বাইর হয় একবার তাইলে তুমগো এই ভুদাই কামের জন্য ডেনভারে যায়া তুমগো স্পেসাল ডিম দিবো (যেগুলা তুমগো লেইগা বেসি ঢুকাইতে হইছে)

৩৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

স্বপ্নরাজ বলেছেন:

মুক্তচিন্তা মানে ইসলামরে গালি দেয়া, রাসুল (সা :) কে গালি দেয়া গুরুজীর কাছে ধর্না দিয়ে এরা সেটা আবার প্রমান করল।

৩৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

আয়না বাবা০০৭ বলেছেন: আওমীলীগ সরকার ভোট হারাবার ভয়ে কখনো এদের মুক্তি দিবেনা। আন্তর্জাতিক চাপ না দিলে এই সরকার কথা শুনবে না। সব সংশয়বাদী, মানবতাবাদী, নাস্তিকরা মিলে সরকারকে চাপ দিতে হবে, মিডয়ায় প্রচার করতে হবে।

৩৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: উৎস১৯৮৯ বলেছেন: সালমান রুশদি .... আর কাউকে খুজে পেলনা একদম জায়গামত গেছে !!!!!!!!!!!!!


কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরে নাই!
তাহারা রুশদির কোলে যাইয়া প্রমাণ করিল নাস্তিকতার দাবী মিছা নয় ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

শিপু ভাই বলেছেন:
মশিউর মামার সাথে সহমত!!!

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

পাড়ার মেঝ ভাই বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: ভুদাই গুলার কাজকার দেইখা হাসতেই আছি =p~ =p~ =p~
কই মানুষের সিম্প্যাথি আদায় করব, না উলটা আগুনে ঘি ঢালতাছে!
আরে বেকুবের দল সামমান রুশদি আর তসলিমা নাসরিন ব্লগারদের পক্ষ নেওয়া মানে হইলে ওরা ইসলাম বিদ্বেষী এইটা মাইনা নেওয়া।

৪০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

আস্তবাবা বলেছেন: শয়তানি কাজে আরেক শয়তান এগিয়ে আসবে এটাই স্বাভাবিক

৪১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

আস্তবাবা বলেছেন: এটার প্রিন্টস্ক্রীন নিয়ে রাখুন সবাই। কাজে লাগবে

৪২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: এমনেই এত সুন্দর একটা আন্দোলনের বারটা বাজতাছে । বাংলার মধ্যে ইংলিশ পরীক্ষা দিতে দিতে হো...... দিয়া দম যাইতাছে, আর উনারা আইছেন তেনা প্যাচাইতে। ভাই আর তেনা না প্যাচাই্য়া চুপ চাপ থাকেন।

৪৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

ShusthoChinta বলেছেন: ওঃ তার মানে এইসব বলোগাররা সালমান রুশদির জারজ সন্তান মানে মিডনাইট্স চিলড্রেন??? ভালো ই তো,ভন্ডামীর পুরো মুখোশটাই খুলে গেলো!

৪৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

তানজিল মাহমুদ শাহ বলেছেন: এরেই বলে স্যাবোটাজ....
এরা কারা খোঁজ নিলে গুপ্ত শিবিরও পাওয়া যাইতে পারে.... যদি পাওয়া না যায় তাইলে জীবনে এত বড় বুকদুচ এই প্রথম দেখলাম

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

সািফ রুবেল বলেছেন: তারা প্রত্যেকেই মুক্তচিন্তার সাথে জড়িত। সাজ্জাদ মারুফ ভাইয়ের এই ছবিটি কলোরাডোর বৈশাখী উৎসবে গান গাওয়ার সময় তোলা। তার গায়ে ব্লগারদের ছবিযুক্ত টি-শার্ট।

৪৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

মামুন হতভাগা বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: দমকল৮৬ বলেছেন: কিছু শুয়োরের বাচ্চার মুক্তির দাবিতে কিছু কুত্তার বাচ্চা গেছে এক খানকির বাচ্চার কাছে । :-P :-P :-P :-P :-P :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~

৪৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: মামুন হতভাগা বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: দমকল৮৬ বলেছেন: কিছু শুয়োরের বাচ্চার মুক্তির দাবিতে কিছু কুত্তার বাচ্চা গেছে এক খানকির বাচ্চার কাছে । :-P :-P :-P :-P :-P :-P

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

অন্যসময় ঢাবি বলেছেন: শাহবাগের প্রথম ভুল- রাজীব উরফে থাবা বাবা কে নিয়া বাড়াবাড়ি,
দ্বিতীয় ভুল হল রাজনীতি, এবং পরবর্তী ভুল হবে এই জারজ গুলা।
Don't they have even a single neuron in their brain?

জামাত শিবিরের নতুন কোন চাল ও হতে পারে! we bloggers must aware from any kind of political scheme that may go beyond our thinking.

৪৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

অন্যসময় ঢাবি বলেছেন: তারা প্রত্যেকেই মুক্তচিন্তার সাথে জড়িত। সাজ্জাদ মারুফ ভাইয়ের এই ছবিটি কলোরাডোর বৈশাখী উৎসবে গান গাওয়ার সময় তোলা। তার গায়ে ব্লগারদের ছবিযুক্ত টি-শার্ট।>>> এরা হয় শিবির নয় জারজ !
হনুরা গেছে আরেক মহা হনুর কাছে ধর্না দিতে?

৪৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

হাছুইন্যা বলেছেন: হাসি পাইলো এদের কাজ কারবার দেখে। আর মানুষ পাইলো না সারাবিশ্বে।

৫০| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৫৪

একজন পথশিশু বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: উৎস১৯৮৯ বলেছেন: সালমান রুশদি .... আর কাউকে খুজে পেলনা একদম জায়গামত গেছে !!!!!!!!!!!!!


কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছিল সে মরে নাই!
তাহারা রুশদির কোলে যাইয়া প্রমাণ করিল নাস্তিকতার দাবী মিছা ন


সেইরকম হইছে.।.।.।.।.।.।

৫১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০৩

একজন পথশিশু বলেছেন: লেখক,

মুক্তচিন্তা মানে কী যা খুশি তাই ভাবা? যা খুশি তাই বলাই কী বাক স্বাধীনতা?

আচ্ছা একটা কোশ্চেনঃ
ধরেন আমি বাক-স্বাধীনতার চর্চা করি। হটাত্‌ একদিন আমি আপনার মা,বোন, স্ত্রী কে নিয়া একটা ব্যপুক বিনুদুনমুলোক পোস্ট দিলাম। আপনি কী তখন আমার বাক-স্বাধিনতা চর্চার প্রতি সম্মান দেখাবেন নাকি প্রতিবাদ করবেন, বিচার চাইবেন ?



উত্তরটা জানাইবেন। আপনার এবং সালমান রুশদির জন্য রইল জুতার মালা আর মুলি বাশ।

৫২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১৫

জাহিদ ২০১০ বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: দমকল৮৬ বলেছেন: কিছু শুয়োরের বাচ্চার মুক্তির দাবিতে কিছু কুত্তার বাচ্চা গেছে এক খানকির বাচ্চার কাছে । :-P :-P :-P :-P :-P :-P




কমেন্ট অব দা ডে

৫৩| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৩

একজন পথশিশু বলেছেন: লেখোক কই ভাগলি নাকি। ভাগ ভাগ।

৫৪| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

এরিক ফ্লেমিং বলেছেন: মুক্তচিন্তা নিয়ে এত টানাটানি করেন না, চিন্তামুক্ত হয়ে যেতে পারেন। চিন্তামুক্ত বুঝেন তো? ঐ যে যার কোনো চিন্তা নেই, মানে চিন্তা করার ক্ষমতা নেই (মানুষিক ভারসাম্যহীন)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.