![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণধর্ষণের শিকার হয়ে টাঙ্গাইলের এক নারী গত 24টি দিন ধরে জীবন-মৃত্যুর লড়াইয়ে,
মানসিক ভারসাম্য হারানোর পথে। এমন খবর গতকাল মৃদুস্বরে আজ অনেকটাই স্পষ্ট করে এসেছে ইলেক্ট্রনিক্স মিডিয়ায়। হয়তো আসবে প্রিণ্টেও।
প্রশ্ন রয়ে যায়, এ 24 টি দিন মিডিয়ার কাছে খবরটি গুরুত্বহীন ছিল,নাকি মিডিয়া জানতোই না, নাকি জেনেও ঘাপটি মেরে ছিল?
24 দিন পর হলেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মিডিয়ার কাছে । মিডিয়ার কল্যাণে 24 দিন পরে হলেও শিউরে উঠবার মত খবর দেশবাসী জানলো,জানলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আশ্বাস দিলেন কঠোর ব্যবস্থা নেবার। মন্ত্রীবাহাদুরকে অনুরোধ আপনি কি দেশবাসীকে কৃপাকরে জানাবেন সংশ্লিষ্ট থানার ওসি এবং টাঙাইলের এসপি সাহেবেরা এ 24টি দিন কি করেছেন ?
আমাদের নারী নেত্রীরা এবার একটু মাঠে নামুন না ,যদিও শীতটা একটু বেশী,আপনাদের অনেক কষ্ট হবে,কনকনে উত্তরের বাতাসে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কষ্টের। প্রয়োজনে কয়েকটি মোম জ্বেলে নেবেন,তবুও মাঠে নামুন। শুধু সেমিনার,মিডিয়া কভারেজ,ফটোসেশন,টিভি টকশো আর ডোনেশন কালেকশনে ব্যস্ত থাকলে কেমন যেন দেখায়,তাই না !
কেউ কেউ হয়তো মনে মনে বলছেন, একটু পর কমেণ্টে লিখবেন শুধু নারী নেত্রীদের মাঠে নামতে বলছেন কেন,আমাদের মত পুরুষদের কি মাঠে নামার দায় নেই? উচিৎ প্রশ্ন। উত্তরটা দিয়ে রাখি,--কেবল কটি নরপশু ছাড়া এই দেশের পুরুষেরা অনেক আগেই নপুংশক বনে গেছি।
---------------(রি-পোস্ট)
(গুরুত্বদিয়ে বিস্তারিত খবরটি প্রচারের জন্য ইলেক্ট্রনিক্স মিডিয়াকে ধন্যবাদ)
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২
সাইফুদ্দীন আহমেদ বলেছেন: ধন্যবাদ-কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.