![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http://ciu.somewherein.net/ciu/image/82067/small/?token_id=56571546a63fe64376c5e7a002d84a96
ফেলানী,
তুমি ভুল ভূখণ্ডে জন্মেছিলে
নয়তো বিধাতার পক্ষপাতে
জন্মেছিলে অপাংক্তেয় অভাবী ঘরে ।
ফেলানী,
তুমিতো ধর্ষক-খুণির দেশের
মালালা নও,
তালেবানী বুলেট
তোমাকে স্পর্শ করেনি বলে
কাঁটাতারে ঝুলে থাকার
তৃতীয় দিনে
একদা বীরপ্রসূ জাতি
তোমাকে নিয়ে রচেনি কোন মহাকাব্য ।
ফেলানী,
অবসরে যাওয়া কেরানীর মত
অনায়াস কষ্ট সয়ে কেটে গেল
কাঁটাতারে-বাঁশে ঝোলা
নিথর দেহের নীল বর্ষপূর্তি।
ফেলানী,
কেবল তোমার অভাগী মা
একা,কেবলই একা
তাঁর বেদনার সমুদ্র থেকে
ফেলেছেন নোনা জল,
বিশ্বাস কর ফেলানী
কেবল তালেবানী বুলেট
তোমাকে স্পর্শ করেনি বলে
তোমার জন্মদাত্রী মা
সারাদিন কেবলই একা ছিলেন
সাথে ছিল রক্তটগর,আর কেউ না।
--------
Sa.Nannu 08.01.2013
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬
মাথানষ্ট০০৭ বলেছেন: ফেলানী বিষয়ে কোন নোট বা পোসট দেয়া আর বাল ফালানি একই বেপার! সকালে ভারতীয় ময়দা দিয়া বানানি পরোটা খাইয়া তারপর ভারতীয় বাসে চইড়া অফিসে গিয়া ভারপর রাতে ভারতীয় বাসে ফিরা আইসা ভারতীয় গরুর গোশ দিয়া ভাত খাইয়া ভারতীয় সিনেমা দেইকা- ভারতীয় জি বাংলায় সাত পাকে বাধা দেইকা ভারতীয় ফেনসি দিয়া একটু নেশা কইরা ভারতীয় মশার কয়েল জালাইয়া আর যাই হউক ভারত বিরোধিতা করন যায় না- !!
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
মিজানুর রহমান মিলন বলেছেন: ফেলানী,
তুমিতো ধর্ষক-খুণির দেশের
মালালা নও,
তালেবানী বুলেট
তোমাকে স্পর্শ করেনি বলে
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর চেতনায় কথা কয়টি ফুটে
ফেলানি হত্তার বিচার হোক
অপরাধিদের ফাঁসি হোক
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
মুশাসি বলেছেন: বোন ফেলানী...
আমাদের মাফ কোরো।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
জগ বলেছেন: মাথানষ্ট০০৭ বলেছেন: ফেলানী বিষয়ে কোন নোট বা পোসট দেয়া আর বাল ফালানি একই বেপার! সকালে ভারতীয় ময়দা দিয়া বানানি পরোটা খাইয়া তারপর ভারতীয় বাসে চইড়া অফিসে গিয়া ভারপর রাতে ভারতীয় বাসে ফিরা আইসা ভারতীয় গরুর গোশ দিয়া ভাত খাইয়া ভারতীয় সিনেমা দেইকা- ভারতীয় জি বাংলায় সাত পাকে বাধা দেইকা ভারতীয় ফেনসি দিয়া একটু নেশা কইরা ভারতীয় মশার কয়েল জালাইয়া আর যাই হউক ভারত বিরোধিতা করন যায় না- !!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
ঘুড্ডির পাইলট বলেছেন: খুবই বেদনা দায়ক