![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্যা-ঘূর্ণিঝড়-টর্ণেডো বিপন্ন মানুষ ত্রান না পেলে, ত্রাণ স্বল্পতা নিয়ে মিডিয়া সরব হয়,সরকারের সমালোচনা করে,সব রিপোর্টের ফোকাস পয়েণ্ট নির্ধারিত হয় ত্রাণ স্বল্পতাকে কেন্দ্র করে। মিডিয়া
মানুষের হাহাকারকে তুলে ধরায় সরকারও নড়েচড়ে বসে ত্রাণপ্রবাহ বাড়ে,এটাই স্বাভাবিক । প্রিণ্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার কাছে ভয়াবহ এই শীত কি কোটি কোটি সাধারণ দরিদ্র মানুষের জন্য,শিশু-বৃদ্ধ মানুষের জন্য প্রাকৃতিক বিপর্যয় নয় ।
কিন্তু,-
গত কদিন ধরে প্রতিটি ইলেক্ট্রনিক্স মিডিয়ায় শীত নিয়ে রিপোর্টিয়ে গৎবাঁধা ঢং দেখতে দেখতে চরম বিরক্তি এসে গেছে। আজও দেখেছি একই ট্র্যাকে চলতে। রিপোর্ট বলা হচ্ছে শীতার্ত মানুষদের দুর্ভোগের কথা, শীতের মাত্রা কোথায় কত? শীত কত বছরের রেকর্ড ভাঙলো-আর কতদিন চলবে ইত্যাদি ইত্যাদি । কিন্তু সরকার কিংবা বেসরকারী সংস্থা,এনজিও কেউই যে ত্রান সামগ্রী হিসেবে শীতবস্ত্র বিতরণ কোথাও করছে না ,করলেও তার পরিমান হাস্যকর সেদিকটা কেউই রিপোর্টের মূল বিষয়বস্তু করছে না । গত চার-পাঁচদিনে একটি টিভিতেও দুর্যোগ ও ত্রানমন্ত্রীর স্বাক্ষাৎকার নেয়া হয়নি , কেউ্ই ত্রানমন্ত্রীকে জিজ্ঞেস করলো না, সরকার এই দুর্যেোগে শীতার্তদের জন্য কয় পিস কম্বল কিংবা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন,বা বিতরণ করেছেন। এ এক বিস্ময়কর রিপোর্টিং ! আবার দেখা যাবে আমি যা বলছি তেমন রিপোর্টের হিরিক শুরু হবে,সরকারও শীতবস্ত্র বিতরণ শুরু করবে যখন শীত বিদায় নিয়ে শীতের দুর্যোগ কেটে গরম পড়তে শুরু করেছে,ভ্যাপসা গরম । অসময়ের অমন ভ্যাপসা রিপোর্ট করার চেয়ে না করাই ভাল।
রিপোর্টারদের কথা না হয় বাদই দিলাম লাখ লাখ টাকা বেতন হজমকারী হেড অব নিউজ,নিউজ এডিটর,এডিটর,চীফ রিপোর্টার মার্কা মগজগুলোও ল্যাথারিজমে আক্রান্ত ?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭
সাইফুদ্দীন আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ,অনেক কৃতজ্ঞতা, শুভ ইচ্ছার সাফল্য কামনা করি।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১
কামের কথা কন!! বলেছেন: ভাই অনেক ভাল বলেছেন। তাই নিজেই একটা ঊদ্দগ নিলাম। একটা শীতবস্ত্র বিতরণের জন্য সাহায্য চেয়ে পোস্ট দিয়েছি পারলে একটু দেখেন আমি নিজেই এটা করব।