নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধবিশ্বাসী মানুষেরাই প্রকৃত অন্ধ

সাইফুদ্দীন আহমেদ

সাইফুদ্দীন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এমন অনুপাতে পৃথিবীর সেরা শিক্ষকও বলদে পরিণত হবেন

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

শিক্ষা বিষয়ক আলোচনা,টকশোতে কথা বলার সুযোগ পেলেই মগজ প্রতিবন্ধী কিছু আমলা, বুদ্ধিজীবী, শিক্ষকদের উপর দায় চাপাতে ব্যস্ত থাকেন। আজকেও একটি টকশোতে নিষিদ্ধ নোটবই,গাইড বইয়ের অপব্যবসা নিয়ে কথা বলতে গিয়ে আলোচকদের দুজন বারবার বলছিলেন শিক্ষকরা ক্লাসরুমে ঠিকমত পড়ালে নোটবই গাইড বইয়ের প্রয়োজন পড়ে না। কিন্তু এই পণ্ডিতরা এটা বলে না ঢাকা শহরের 20/25 স্কুল কলেজ ছাড়া দেশের শতকরা 90 ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকের অনুপাত ভয়াবহ। একজন শিক্ষকের বিপরীতে 100 থেকে দুই আড়াইশ পর্যন্ত ছাত্র থাকছে এক একটি ক্লাসে,হোক তা প্রাইমারি স্কুল,হাইস্কুল কিংবা কলেজ,কোন তফাৎ নেই এ বাস্তবতায় ।

আমার বাড়ির কাছে একটি সরকারি কলেজ আছে,নিজেও এ কলেজের ছাত্র ছিলাম,তাই অন্তরের টানে মাঝে মধ্যেই কলেজটিতে ঢু-মারি। দেখি বাংলা ,ইংরেজি ক্লাস হচ্ছে কলেজের অডিটোরিয়ামে।, শিক্ষক হ্যাণ্ডমাইক হাতে চিৎকার করে পড়াচ্ছেন। কী পড়াবেন,কী বোঝাবেন ঐ শিক্ষক ক্লাস নামের এসব হাটে? অন্য সমস্যার কথা নাই বললাম। পৃথিবীর সেরা শিক্ষকও বলদে পরিণত হবেন এমন অনুপাতে।

নির্বোধ পণ্ডিতরা এসব বিষয়ে কিচ্ছু বলবেন না। এরাও নোট-গাইড বইয়ের মত কিছু তোতাপাখি বুলি জেনেছেন আর টকশো,সেমিনার,বক্তৃতায় তাই ঝাড়েন।

আজকের এ টকশোতে এক আলোচক বলিছিলেন,দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন,তিনি কী বলতে পারবেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা কোন গ্রেডে বেতন পান? এদের বেতন স্কেল সরকারি অফিসের করনিকদের নীচে,সুইপারদের উপরে অদ্ভুত এক পজিশনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০

ডাব্বা বলেছেন: ঠিক বলেছেন। ২৫-৩০ জন ছাত্র নিয়েই আমাদের কত অভিযোগ এইসব উন্নত বিশ্বে। আর ৬০-১০০ জনের একটা ক্লাস এ কি করে 'সঠিক' ভাবে পড়ানো সম্ভব?! মনে আছে, গ্রেইড সেভেন এ আমার ক্লাসে ৮৪ জন ছাত্র ছিল!! ফাইভ এ ছিল ৬৫ জন!

প্রাথমিক শিক্ষা খাতে প্রচুর বিনিয়োগ দরকার। ২০ বছরের মধ্যে সুফল দেখা দেবে হাতেনাতে। ২০ বছর কিন্তু বড় সময় না। দেশ স্বাধীন হয়েছে ৪২ বছর। এখনো আমরা ইন্ডিয়া/পাকিস্তানের দালাল হয়েই বেঁচে আছি।

আমরা বাংলাদেশী কবে হব?

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

জীবনকেসি বলেছেন: ২৫৫ জন প্রতি ক্লাসে। ওদের নিশ্বাসের শব্দই যথেষ্ট।
রিপোষ্ট মারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.