নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধবিশ্বাসী মানুষেরাই প্রকৃত অন্ধ

সাইফুদ্দীন আহমেদ

সাইফুদ্দীন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কেবল আহাম্মকই বলে “ঘরের শত্রু বিভীষণ”!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫





পিপার স্প্রে,পিপার স্প্রে,

আরও বেশী পিপার দে,

সকল শংকা দূর হইবে,

মহাবিজয় ঠেকায় কে?

-----------------------

“কেমিক্যাল উইপেনস কনভেনশনের ১.৫ আর্টিকেল অনুযায়ী

প্রিপার স্প্রের ব্যবহার নিষিদ্ধ “ (তথ্যসূত্র:বাংলানিউজ টোয়েন্টিফোর.কম)

তাই এই স্প্রে ‘র ব্যবহার লইয়া মাঠে-ঘাটে-আড্ডায়,

চায়ের দোকানে তুমুলানন্দের ঢেউ বহিয়া যাইতেছে।

চতুর্দিকে ধন্যধন্য রব শাইশাই করিয়া উত্তর হইতে দক্ষিণ,

দক্ষিণ হইতে পশ্চিম,পশ্চিম হইতে পূবে পুষ্প-সুরভিত পবনের মত

ছড়াইয়া পড়িতেছে। আহা কি আবিষ্কার,

জীবন ধন্য হইয়া গেল পিপারের ম্যাজিক দেখিয়া। একই সঙ্গে

“লাঠি-গুলি-টিয়ারগ্যাস,জবাব দেবে বাংলাদেশ” শ্লোগানটির ভাতও মারা হইয়াছে।

কবিকুল শিরোমনিরা পরপারে,পিপার লইয়া শ্লোগান বানাইতে আরও দুই যুগ লাগিবে।

কী বিমলানন্দ,কী অপার সম্ভাবনা।

------------------------

পাদটীকা: কেবল আহাম্মকেই বলে “ঘরের শত্রু বিভীষণ”!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

াহো বলেছেন:

2001 সালে প্রবর্তিত পুলিশ বাহিনী দ্বারা ব্যবহারের জন্য যুক্তরাজ্যের মধ্যে.

পিপার স্প্রে বিতর্ক নিতান্তই অহেতুক ----পৃথিবীর অনেক দেশের পুলিশ সদস্যরা ইউনিফর্মের অংশ হিসেবে ক্ষুদ্র অস্ত্র ও হ্যান্ডকাফের পাশাপাশি পেপার স্প্রেও সাথে বহন করেন
পেপার স্প্রে হল একটি অতি আধুনিক কাদানে গ্যাস। এর প্রধান উপাদান হল মরিচের গুড়া। এটার রাসায়নিক নাম হল ওসি গ্যাস। অবৈধ জনতা ছত্রভঙ্গ করার জন্য এই অস্ত্র বাংলাদেশ পুলিশের কাছে নতুন হলেও বাংলাদেশের বাইরে এই গ্যাস সম্পূর্ণ নতুন নয়। পৃথিবীর অনেক দেশের পুলিশ সদস্যরা ইউনিফর্মের অংশ হিসেবে ক্ষুদ্র অস্ত্র ও হ্যান্ডকাফের পাশাপাশি পেপার স্প্রেও সাথে বহন করেন। তবে আত্মরক্ষা ও অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করার কাজেই এর ব্যবহার সবচেয়ে বেশি। অবৈধ জনতার উপর লাঠি চার্জ না করে সামান্য যন্ত্রণার বিনিময়ে তাদের ছত্রভঙ্গ করা যায়। এটা কাঁদানে গ্যাসের চেয়ে অনেক বেশি কার্যকর। পেপার স্প্রে প্রয়োগের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ থেকে ৩০ মিনিটের মতো চোখে দেখতে পারে না। ৩ থেকে ৫ মিনিট পর্যন্ত শ্বাস নিতে কষ্ট হয় এবং প্রায় এক ঘন্টার মতো শরীরে যন্ত্রণা থাকে।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

সাইফুদ্দীন আহমেদ বলেছেন: mr,াহো
The Los Angeles Times reported in 1995 at least 61 deaths associated with police use of pepper spray since 1990 in the USA
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Pepper spray is banned for use in war by Article I.5 of the Chemical Weapons Convention, which bans the use of all riot control agents in warfare whether lethal or less-than-lethal.[20] In the US
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
“The European Parliament Scientific and Technological Options Assessment (STOA) published in 1998 "An Appraisal of Technologies of Political Control"[6] with extensive information on pepper spray and tear gas. They write:
The effects of pepper spray are far more severe, including temporary blindness which lasts from 15–30 minutes, a burning sensation of the skin which lasts from 45 to 60 minutes, upper body spasms which force a person to bend forward and uncontrollable coughing making it difficult to breathe or speak for between 3 to 15 minutes.
For those with asthma, taking other drugs, or subject to restraining techniques that restrict the breathing passages, there is a risk of death. The Los Angeles Times reported in 1995 at least 61 deaths associated with police use of pepper spray since 1990 in the USA.[7] The American Civil Liberties Union (ACLU) documented 27 people in police custody who died after exposure to pepper spray in California since 1993.[3][8][9] However, the ACLU report counts any death occurring within hours of exposure to pepper spray. In all 27 cases, the coroners' report listed other factors as the primary cause of death, though in some cases the use of pepper spray may have been a contributing factor.[3]
The US Army concluded, in a 1993 Aberdeen Proving Ground study, that pepper spray could cause "[m]utagenic effects, carcinogenic effects, sensitization, cardiovascular and pulmonary toxicity, neurotoxicity, as well as possible human fatalities. There is a risk in using this product on a large and varied population".[10] However, the pepper spray was widely approved in the US despite the reservations of the US military scientists after it passed FBI tests in 1991. As of 1999, it was in use by more than 2,000 public safety agencies.[11]
The head of the FBI's Less-Than-Lethal Weapons Program at the time of the 1991 study, Special Agent Thomas W. W. Ward, was fired by the FBI and was sentenced to two months in prison for receiving payments from a peppergas manufacturer while conducting and authoring the FBI study that eventually approved pepper spray for FBI use.[9][12][13] Prosecutors said that from December 1989 through 1990, Ward received about $5,000 a month for a total of $57,500, from Luckey Police Products, a Fort Lauderdale, Florida-based company that was a major producer and supplier of pepper spray. The payments were paid through a Florida company owned by Ward's wife.[14]
Pepper spray has been associated with positional asphyxiation of individuals in police custody. There is much debate over the actual "cause" of death in these cases. There have been few controlled clinical studies of the human health effects of pepper spray marketed for police use, and those studies are contradictory. Some studies have found no harmful effects beyond the effects described above.[15]
Direct close-range spray can cause more serious eye irritation by attacking the cornea with a concentrated stream of liquid (the so-called "hydraulic needle" effect). Some brands have addressed this problem by means of an elliptically cone-shaped spray pattern

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.