![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সংসদে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল পাস হয়েছে । ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ সংযোজিত হবার ঘটনাকে অনেকেই স্বাগত জানিয়েছে,উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।
কিন্তু কেউ শংকা প্রকাশ করেছেন বলে আমি দেখি নাই। প্রশ্ন করতে পারেন উচ্ছ্বাসের জায়গায় শংকার সুযোগ কোথায়? সুযোগ আছে। কারণ দল হিসেবে জামাত-শিবিরকে নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপনই এতদিন যথেষ্ট ছিল। সেখানে এই সংযোজন (ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ) জামাত শিবিরকে এখনই নিষিদ্ধ করার চলমান গণদাবিকে পাশ কাটানো কিংবা দীর্ঘ সূত্রিতায় ঝুলিয়ে দেবার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।
আগামী দুতিন দিনের মধ্যে কেউ যদি এ সংশোধনীর অধিকার বলে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট দল হিসেবে জামাত-শিবিরকে নিষ্দ্ধি করার জন্য দাবি জানিয়ে ট্রাইব্যুনালে একটি মামলা করেন আর আদালত তা গ্রহন করেন তাহলে কি হবে?
প্রথমে শুরু হবে তদন্ত। তদন্ত চলবে ।তারপর আদালতে বিচার শুরু হবে। তারপর রায় হবে জামাতকে নিষিদ্ধ করার । এটি একটি লম্বা প্রক্রিয়া। যুদ্ধাপরাধীদের চলমান বিচারের মত বছর কিংবা কয়েক বছরও চলে যেতে পারে রায় হতে । শংকার জায়গাটি এখানেই । এখনই জামাত-শিবির নিষিদ্ধ করার জন্য শাহবাগের প্রজন্ম চত্ত্বর থেকে উচ্চারিত গণদাবি পূরণের ক্ষেত্রে এই সংযোজন (ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ) বিশাল একটি অনিশ্চয়তা কিংবা বাঁধা হয়ে দাঁড়াতে পারে। কারণ নিষিদ্ধের বিষয়ে ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ক্ষমতা বা সুযোগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হয়তো থাকবে না।
এই সংযোজন কে জামাত নিজেও সুযোগ হিসেবে গ্রহন করতে পারে কালক্ষেপন এবং প্রজন্ম চত্ত্বর থেকে সৃষ্ট তারুণ্যের ঝড়কে সামাল দিতে। অন্যদিকে সরকারও সামনের নির্বাচনকে মাথায় রেখে জামাতকে নিয়ে খেলবার সুযোগও পাবে।
ভবিতব্যই জানে কে কি করবে
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
রাফা বলেছেন: আপনার ধারনা ভুল!
প্রচলিত আইনের ক্ষেত্রে সবকিছু দীর্ঘায়িত করার সুযোগ আছে।
কিন্তু বিশেষ আইনে সব কিছু টাইম ফ্রেমের ভেতরে সমাপ্ত করতে হবে।
কাজেই আপনার আশংকা ঠিক নয়।
ধন্যবাদ।
জয় বাংলা।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
সাইদুর রহমান সেতু বলেছেন: আশঙ্কা থাকলেও তরুণরাই পথ বের করে নেবে। যদিও ট্রাইবুনালে দীর্ঘসূত্রিতার সুযোগ হয়তো থাকবে না। জয় বাংলা।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
নিষ্কর্মা বলেছেন:
আমার ধারনা ট্রাইবুনালে রাজাকারদের বিরুদ্ধে মামলার রায় হতে সময় লাগতে পারে, কিন্তু জামাতের বিরুদ্ধে এতো এতো প্রমাণ আছে যে তাদের বিরুদ্ধে মামলার রায়ের জন্য বেশি সময় লাগবে না।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
ফকির মজুমদার বলেছেন: বড়ই ভাবনার বিষয়। জয় বাংলা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
বাংলার হাসান বলেছেন: ভাবনার বিষয়। কি করা যেতে পারে বলে আপনি মনে করেন?