![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হটাৎ করে আগ্রহ-গুরুত্ব কমবার মত কি কিছু ঘটেছে ? নইলে শাহবাগের প্রজন্ম চত্তর থেকে টিভি ক্যামেরা সড়ে যাচ্ছে কেন? টানা লাইভ টেলিকাস্ট তো বন্ধই এমনকি প্রতিঘণ্টার বুলেটিনও নেই। দুদিন ধরে শাহবাগ আটকে আছে খবরের মধ্যে । আজকে অধিকাংশ খবরের দ্বিতীয় কোনটায় তৃতীয় শিরোনাম। কালপরশু হয়তো থাকবে কেবলই টকশোতে। সব কিছুই কি অর্জিত হয়েছে। নাকি টিভির মালিকপক্ষ হাত গুটাতে বলেছে আর মালিকপক্ষকে রাশ টানার হুকুম জারি করেছে প্রভুরা !
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
মাফকরেবন বিচারপতি বলেছেন: কই এখনো তো সমানই আছে। এটিএননিউজ বলতে গেলে ২৪ ঘন্টাই লাইভ করে।।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
বাতাসের রূপকথা বলেছেন: যেদিন আওয়ামীলীগ মনে করবে তাদের আর দরকার নাই, সেদিন পুলিশের আতিথেয়তা আর টিভি ক্যামেরা থাকবে না। সরকার তখন আর দশটা আন্দোলনের মত এটাকে একটা ট্রফিক জ্যাম তৈরীকারী জন্জাল হিসাবে দেখবে এবং খেদানো শুরু করবে।
চল্লিশের পরে মানুষের চিন্তার স্থিরতা আসে। শাহবাগ আন্দোলনের বেশীরভাগ কর্মী ছোকড়া বয়সী হওয়াতে তাদের ফ্যান্টাসী বেশী। বাস্তবে কোন আন্দোলন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হবে না সেটা খুব কম। তবে আমাদের দেশের তরুণসমাজ নিজের অজান্তে অন্যের তরীতে চলে যায় যেখানে নিয়ন্ত্রকের ভুমিকায় থাকে বাংলাদেশের নোংরা রাজনীতিবিদরা।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
আমাদের ইয়াহু বলেছেন: কোন আন্দলোন এত লম্বা হলে তাতে মানুষের আগ্রহ একপর্যায় থাকে না। রাজীব হত্যার পর নাস্তিকেরা মঞ্চ থেকে উধাও। হবার পর সাধারন মানুশেরাও আতঙ্কে আছে।
তাছাড়া আন্দোলন হঠাৎ করে আওয়ামী করনের দিকে যুকছে। আওয়ামীলিগ যেটা চেয়ে এসেছে, আন্দলনের নতুন নতুন দাবী সেটাই হচ্ছে। মানুষ এটাকে ভাল চোখে দেকছেনা। সেখান থেকে কাদের সিদ্দীকির খেতাব কেড়ে নেবার দাবী উঠেছে, ইসলামী ব্যাঙ্ক দখলের দাবী উঠেছে। এদেশের মানুষ ইসলামী ব্যাঙ্ককে অনেক বিশ্বাস করে। বেশীরভাগ মানুষের এই ব্যাঙ্কে একাউন্ট আছে।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
বাতাসের রূপকথা বলেছেন: যখন শেখ হাসিনা বলেন থাবা বাবা হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তখন কেউ কি বুঝবে যে সরকার এই আন্দোলন পছন্দ করছে না? এভাবে আরো কয়েকটা দিন পার করতে পারলে দূর্নীতি, তত্বাবধায়ক সরকার এসবের কোন কিছু শোনা লাগবে না। একসময় ঘনিয়ে আসা নিবার্চন বৈতরনী পার হওয়া - সেটা কম কিসে।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
পথহারা সৈকত বলেছেন: বাতাসের রূপকথা বলেছেন: যখন শেখ হাসিনা বলেন থাবা বাবা হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তখন কেউ কি বুঝবে যে সরকার এই আন্দোলন পছন্দ করছে না? এভাবে আরো কয়েকটা দিন পার করতে পারলে দূর্নীতি, তত্বাবধায়ক সরকার এসবের কোন কিছু শোনা লাগবে না। একসময় ঘনিয়ে আসা নিবার্চন বৈতরনী পার হওয়া - সেটা কম কিসে।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: এখীন ইসলামী ব্যাংকে স্পন্সর করতে বাধ্য করা হোক...
ইবনে সীনায়....ক্লান্তদের রেস্ট এর ব্যবস্থা করা হোক....
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
ফারমার বলেছেন: শুরু থাকলে, শেষ আছে; বিষয় হলো, মানুষ কি নিয়ে ফিরলো!