নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধবিশ্বাসী মানুষেরাই প্রকৃত অন্ধ

সাইফুদ্দীন আহমেদ

সাইফুদ্দীন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বক্তৃতার বিরতিহীন সার্কাস আর না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

শাহবাগের গণজাগরণ মঞ্চের ডাকা মহাসমাবেশ মানেই কি ডজনখানেক ছাত্র নেতার দুই থেকে আড়াই ঘণ্টার ম্যারাথন বক্তৃতা ! তাদের বক্তৃতা কি প্রতিটি মহাসমাবেশেই অপরিহার্য ?

ছাত্র নেতারা মঞ্চে দাঁড়িয়ে হাত তুলে সংহতি জানালেই জনতা বুঝে ছাত্র সংগঠনগুলো গণজাগরণের পক্ষে দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর মত । কিন্তু বক্তৃতা তাঁদের দিতেই হবে !প্রথম মহাসমাবেশে যত সময় নিয়ে বলেছেন,আজ(২১ফেব্রুয়ারি)বলেছেন তার চতুর্গুন,যেন বক্তৃতার বিরতিহীন সার্কাস।

শাহবাগ গণজাগরণের মূল সেনাপতি ব্লগার-অনলাইন এ্যাক্টিভিস্টরা কেন বলেন না, নাকি তাঁদের বলবার সুযোগ থেকে বঞ্চিত করা হয়,জানি না। অথচ আমরা তাঁদের মুখের কথা শোনার জন্য অধীর অপেক্ষায় থাকি। যাঁদের ডাকে জনতা জেগেছে তাঁরাই আঙুল তুলে নির্দেশ দেবেন,বলবেন,জনতা তাদেরই নির্দেশের অপেক্ষায় থাকেন,অন্যদের বয়ানের জন্য নয়।

২১ ফেব্রুয়ারির মহাসমাবেশ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মহাসমাবেশের কর্মসূচী ঘোষণা করা হযেছে। দয়া করে ঐ মহাসমাবেশগুলোকে ছাত্রনেতাদের মহাসমাবেশ বানাবেন না। যা বলবার ব্লগার-অনলাইন এ্যাক্টিভিস্টরাই বলুন দেশবাসী শুনবে,নির্দেশ মানবে। কারণ আপনারাই শাহবাগের প্রজন্ম চত্তরের হিরো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.