![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি কথা না বললে অন্যায় হবে। কেউ ভুল বুঝলেও বলা জরুরী,বলবোই । আমাদের মিডিয়া বিশেষ করে টিভি চ্যানেলগুলো দেশব্যাপি ঘোষিত কর্মসূচীর সফলতা-ব্যর্থতা সম্পর্কে শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দকে ভুল মেসেজ দিচ্ছেন।
ভুল মেসেজ ভবিষ্যত কর্মসূচী প্রণয়ন,নির্ধারণ এবং তা সফল করার ক্ষেত্রে অন্যতম বাঁধা। কঠিন এ সময়ে সাফল্য সাফল্য বলে ধ্বণি তোলা,আত্মপ্রসাদ লাভ করবার কোন অবকাশ নেই,ব্যর্থতা থাকলে তার ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখা জরুরী । সামনে কঠিন লড়াই, খেলা নয়। উদাহরণ দেই,----
আজকের গণজাগরণ মঞ্চের দেশব্যাপি ঘোষিত কর্মসূচীর কথাই ধরি। দেশের সবকটি টিভি চ্যানেলের খবর ঢালাওভাবে বলে চলছে দেশের সবধরনের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়েছে,সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ-বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। প্রকৃত সত্য আশা ব্যঞ্জক তো নয়ই,হতাশাজনক।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে এমনিতেই প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু খাঁজ নিনতো কটি বাসা বাড়ি,গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান,দোকান পাটে জাতীয় পতাকা উড়েছে,কটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ হয়েছে? অনেক প্রগতিশীল মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তির কার্যালয়েই আজ পতাকা উড়েনি। ঢাকার কিছু এলাকা, কিছু প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশ নয়।
নিজ নিজ আত্মী-স্বজন,বন্ধুদের কাছে ফোন করে জেলা উপজেলা ইউনিয়নে খোঁজ নিন। যাচাই করুন সত্যতা। তারপর অনুসন্ধ্যান বিশ্লেষণ করুন। ভেবে চিন্তে নিখুঁতভাবে কর্মসূচী প্রণয়ন ও তা বাস্তবায়নের পরিকল্পনা নিন।
মিডিয়ার ‘সাফল্য গাঁথায় ভরা রিপোর্টে ’আস্থা রেখে কর্মসূচী প্রণয়ন করে গেলে গণজাগরণ মঞ্চের আবেদন ক্ষতিগ্রস্থ হবে। যা আমরা চাই না। ব্যর্থতার কোন জায়গা নেই। সুযোগ নেই স্বপ্ন বিলাসের।
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:২৩
আশিকুর রহমান ১ বলেছেন: সহমত!
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
মিডিয়া বাসাতের অনূকুলে বইছে ---
মিডিয়ার চোখ পালটানো দেখবেন -- ধ্যৈর্য্য ধরেন !!
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:০৭
ফায়ারম্যান বলেছেন: হুম , ঠিক বলেছেন ।




সূত্রঃ সাঈদী একাত্তরে রাজাকার ছিলেন/ দৈনিক প্রথম আলো, শেষের পাতা ,তারিখ: ০১-০৩-২০১৩