নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধবিশ্বাসী মানুষেরাই প্রকৃত অন্ধ

সাইফুদ্দীন আহমেদ

সাইফুদ্দীন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কচুপাতায় ‘ধানের শীষ’ কচুপাতায় ‘নৌকা’র দেশ...

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:১১

গতরাত থেকে আজকের মধ্যরাত পর্যন্ত চাঁদে সাঈদীর ছবি দেখা যাওয়া নিয়ে জামাতী প্রচারণা আবার সে প্রচারণাকে কাউণ্টার করতে গিয়ে একই বিষয় নিয়ে রসিকতা,ব্যঙ্গ-বিদ্রুপ চলছে গানিতিক হারে।

একটি ফাজলামো এবং অলীক জামাতী প্রচারণা এবং এই মতলবী প্রচারণাকে কাউণ্টার করতে গিয়ে যা করা হচ্ছে এবং যে মাত্রায় করা হচ্ছে তা এতটাই ব্যাপকতা পেয়েছে যে, এ প্রসঙ্গটি ফেসবুক থেকে আজ সকালে চ্যানেল ২৪ ফোরের রিপার্টারের বগুড়া রিপোর্টিংএ ও গড়িয়েছে,সন্ধ্যা এবং রাতে টকশোতেও শুনছি।

চাঁদে সাঈদীর ছবি দেখার বিষয় টি যে ফাজলামো এবং ভণ্ডামী প্রচারণা এটি আমাদের মত মানুষ সহজেই বুঝবে এবং বোঝে । কিন্তু যে মাত্রায় এটিকে গুরুত্ব দিয়ে কাউণ্টার করা হচ্ছে তা বুমেরাং হতে যাচ্ছে। আজ বিকেলে বাসস্ট্যাণ্ডের সস্তা চায়ের দোকানে,সন্ধ্যায় কাঁচা বাজারে অলস দোকানীদের মুখে একই প্রসঙ্গ আলোচিত হতে শুনেছি। ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষের কাছে সে আলোচনা ভিন্ন এবং খণ্ডিতভাবে চলে যাচ্ছে। কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না।

এ মতলবী প্রচারণার জন্ম ফেসবুকে অথচ সে আলোচনা পৌছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। এদেশে অলৌকিকতায় বিশ্বাসী সাধারণ মানুষের সংখ্যা আমাদের মত মানুষের সংখ্যার চেয়ে হাজার গুন বেশী এটি আমাদের মত উর্বর পণ্ডিতদের হিসেবে নেই। আমরা হিসাব কষছি না,এই কাউণ্টার সমালোচনা,ব্যঙ্গ বিদ্রুপের সবটুকুই কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। পেঁছাবে খণ্ডিতভাবে,অংশ বিশেষ। বড় জোর “সাঈদীর ছবি চাঁদে দেখা গেছে”এভাবে।ফেসবুকের বিস্তারিত ব্যাখামূলক সম্পূর্ণ লেখা কখনোই যাবে না। ফল কী দাঁড়াবে,লাভ হবে না ক্ষতি হবে?

আমরা যেন ভুলে না যাই এদেশে সংসদ নির্বাচনের দু একদিন আগে কচুপাতায় ‘ধানের শীষ’ কখনও ‘নৌকা’র ছাপ দেখার গুজব মহামারী আকারে ছড়ায় এবং বিশ্বাস করার হুজুগও কিন্তু জন্মায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:২১

অন্য পুরুষ বলেছেন: এ দেশে আর কত কিছু দেখব!!!!!!!!! হাহ!! আজব দেশিরা আমার, আমাদের আর কত কিছু বাকি???????????

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

বাংলার হাসান বলেছেন: আমরা যেন ভুলে না যাই এদেশে সংসদ নির্বাচনের দু একদিন আগে কচুপাতায় ‘ধানের শীষ’ কখনও ‘নৌকা’র ছাপ দেখার গুজব মহামারী আকারে ছড়ায় এবং বিশ্বাস করার হুজুগও কিন্তু জন্মায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.