![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“মুসলমান নামধারী এই তরুণদের ইসলাম ভালো না লাগলে তাদের উচিত ধর্মান্তরিত হওয়া এবং দেশত্যাগ করা। তারা যা বলছে এবং যা করছে, তা গ্রহণযোগ্য নয়। তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে মধ্যরাতে টেলিভিশনের টকশোগুলোতে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার কথা বলছে। তাই এখন আমাদের চুপ করে থাকলে চলবে না। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মানব না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে এবং সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া হলে দেশে রক্তগঙ্গা বইবে।”
বুধবার রাজধানীর গুলশানে হোটেল ইমানুয়েলে আয়োজিত আলেম ওলামাদের জাতীয় ওলামা পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেছে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির এরশাদ।
দিনভর ভাবছিলাম ‘বিশ্ববেহায়’খ্যাত পতিত স্বৈরাচার লে:জে:হো:মো: এরশাদের এ বক্তব্যে অসাম্প্রদায়িক চেতনার প্রগতিবাদী মানুষের কাছ থেকে প্রতিবাদের ঝড় উঠবে। কোন ঝড় নেই।এমনকি দমকা হাওয়াও নেই কোথাও,আছে ঝিরিঝিরি হাওয়া। কেন ? মহাজোটের শরীক বলেই তাকে এই ছাড় ? থু দলকানা চেতনা,দলকানা বিবেক।
আসলে এ ধুরন্ধর ঘুঘু একঢিলে তিন পাখি মারবার কৌশল নিয়েছে।
01.ইসলামী সেন্টিমেণ্টে ভাগ বসানো। আর সেই ভাগ ক্যাশ করে মহাজোটে আটকে রাখা । অথবা
02. বিএনপিহীন নির্বাচন হলে মহাজোটের বাইরে গিয়ে একক দল হিসেবে ইসলামী সেন্টিমেন্ট ভোট বাণিজ্যে কাজে লাগানো । অথবা
03. নতুন কোন প্রেক্ষাপটের সৃষ্টি হলে পড়তা মত অন্যকোথাও এই সেন্টিমেন্টের বখরাদার হিসেবে বাণিজ্য করা।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭
ধমাধম বলেছেন: সবাই ক্ষমতায় যাওয়ার খেলা খেলছে। সেখানে এরশাদও যদি একটু খেলতে চায় তো সমস্যা কী!