![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনার সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আজ (শনিবার) ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ প্রকল্পটি ভারতের মেঘালয়ে স্থাপনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় রাজ্য সরকার প্রকল্পটি স্থাপনের অনুমোদন দেননি।
সুন্দরবন তোমার রয়েল বেঙ্গল টাইগাররা হারারেতে হেরেছে বলে অনেকরই মন খারাপ,মিডয়া-ফেসবুকে চলছে হারের কারণ কাঁটাছেঁড়া ,কত উদ্বেগ কত অশ্রুপাত । সুন্দরবন তোমার টাইগাররাই শুধু আজ (শনিবার) গো-হারা হারেনি আজ তুমি নিজেও হেরেছো। আজকের দিনটি তোমার জীবনের সবচাইতে কালো একটি দিন। তোমার শরীরে আজ পুঁতে দেয়া হল ক্যান্সারের বীজ। যে বীজে শুরু হবে তোমার মরনযাত্রা । অথচ এ ভয়ংকর ঘটনাটি নিয়ে কেউ হই-চই করলো না । না রজনীতিক না মিডিয়া । রাজাকারবান্ধব মিডিয়া যেমন নিরব,মুক্তিযুদ্ধবান্ধব বলে গলাখাঁকারি দেয়া মিডিয়াগুলোও তেমনি নিরব। এইতো আমাদের দেশপ্রেম ! ক্ষমা কর সুন্দরবন, দু:খ নিওনা ,আমাদের দেশপ্রেম এমনই !
২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৩
বোকামানুষ বলেছেন:
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪
সাহাদাত উদরাজী বলেছেন: এই দুখের কথা কাকে জানাই!
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮
আমি শুধুই পাঠক বলেছেন: দুঃখ হয় যখন দেখি অপার সম্ভাবনাময় আমার এই দেশ রাজনীতিবিদদের ব্যাবসার মূলধন।
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫
ফ।ম।হাসান বলেছেন: ক্ষমা কর সুন্দরবন, আমাদের দেশপ্রেম এমনই !
৬| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯
আমি কবি নই বলেছেন: শুধু সুন্দরবন নয়, পুরো দেশেরই ভবিষ্যত অন্ধকার।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
নিজ স্বার্থে দেশ প্রেম আটকিয়ে গেছে - !!