নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধবিশ্বাসী মানুষেরাই প্রকৃত অন্ধ

সাইফুদ্দীন আহমেদ

সাইফুদ্দীন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিষয়টি যদি এভাবে দেখি :

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

ধরে নেই,আমি আমার গ্রামের সবুজ সংঘের সভাপতি পদে নির্বাচনের জন্য নির্ধারিত দিনে মনোনয়নপত্র জমা দিলাম। মনোনয়নপত্র জমা দান করিবার নির্ধারিত শেষ সময় ছিল গতকাল। নির্ধারিত সময়ে আমি ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেন নাই ,ভাল।

তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আগামী বুধবার । কিন্তু তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করিয়া নির্বাচন কমিশনার আমাকে আজই নির্বাচিত বলিয়া ঘোষণা করিলেন। ঘোষণার সময় তিনি বলিলেন,যেহেতু দ্বিতীয় কোন মনোনয়নপত্র জমা পড়ে নাই সেহেতু তিনি আমাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত বলিয়া ঘোষণা করিলেন।

আমি ভাবিলাম নির্বাচন কমিশনার সাহেবতো তো আমাকে জিঞ্জাসা করেন নাই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করিব কী না,আর এমন প্রশ্ন করিবার কোন এখতিয়ারও তাহার নাই।

আমি যদি,আবার বলিতেছি ‘যদি’ আমি আমার মত পাল্টাইয়া নির্বাচন হইতে সড়িয়া দাঁড়াইবার সিদ্ধান্ত লইতাম এবং অগামীকল্য মধ্যাহ্নে তাহা প্রত্যাহার করিব বলিয়া ভাবিয়া রাখিতাম তাহা হইলে কী হইত? প্রত্রাহারের অধিকার তো আমার আইনগতভাবেই ছিল।

নির্বাচন কমিশনার সাহেব দুইদিন অপেক্ষা করিলে কী হইত ? কিছুই হইত না । যেহেতু আমি একজন দায়িত্বশীল মানুষ, ভাবিয়াই সিদ্ধান্ত গ্রহন করি তাই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করিতাম না। কিন্তু প্রত্যাহার করিতে চাহিলে কী হইত তাহাই ভাবিতেছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.