![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ভদ্রলোক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের“ফকিন্নির পুত”বলে আখ্যায়িত করলেন তাকে বলি,আমি‘অপরাজেয় বাংলা’ নামের ভাষ্কর্য বুকে ধারণ করা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি । আপনার গালিটা আমাকে এবং আমার বাবাকেও স্পর্শ করেছে। আপনাকে বলে রাখি এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচের প্রতিটি পয়সা যুগিয়েছেন আমার বাবা ।
যে পয়সার একটিও ভিক্ষে,চুরি এমন কী ঘুষের পথে অর্জিত ছিল না । আমি যখন পড়েছি-পাশ করেছি তখন এই ভূমে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ও জন্মায়নি। আমাদের মত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানদের সাথে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন শতকোটি টাকার মালিকের ছেলেও।
আমাদের অর্থের দৈন্য ছিল সত্য কিন্তু আপনার মত মানসিক দৈন্য,রুচির আকাল আমাদের তখনও ছিল না এখনও নেই। স্বীকার করি আপনি পয়সাওয়ালার সন্তান,কিন্তু নিশ্চিত জানি আপনি ধনীর সন্তান নন। মনে রাখবেন পয়সা থাকলেই ধনবান হওয়া যায়না,মনে-মননেও ধনী হতে হয়। ভুলে না যাওয়াই ভাল, মন যাদের ছোট- ক্ষুদ্র তারাই আসল ফকিন্নি কিংবা ফকিন্নির পুত। আমি জানি না আপনার পিতা আপনার মত পয়সাওয়ালা ফকিন্নি কিনা । যদি তা না হয়ে থাকেন তাহলে তাঁর কাছে ক্ষমা চাই। তবে তাঁকে অভিশাপ দেই অর্থের সমুদ্রে বাস করেও আপনার মত একটি ‘ফকিন্নিআত্মা’র জন্ম দেবার জন্য
২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৫
ভিটামিন সি বলেছেন: প্রিন্ট কইরা ওই ফকিন্নি আত্মার ঠিকানায় পাঠিয়ে দিলে ভালো হতো।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫
মং হ্লা প্রু পিন্টু বলেছেন: যথোচিত জবাব।