নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
কুরবানির মাংস ঘরে আসার পর পরই আমরা ভুলে যাই কুরবানির স্থানটা কতটা অপরিষ্কার রেখে এসেছি। তাছাড়াও মাংস আনার পর মেঝেছে লাগতে পারে রক্ত। এসবে ব্যাকটেরিয়ার জন্ম হয়। ফলে তাদের ক্রিয়ায় আসতে থাকে দূর্গন্ধ। কিন্তু কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখলে খুব সহজেই দূর্গন্ধ থেকে বাঁচা যায়।
১। দূর্গন্ধের কারণ কি তা খুঁজে বের করে সরিয়ে ফেলুন।
২। ভিনেগার:পানি (১:৩) অনুপাতে মিশিয়ে কাপড় দিয়ে মেঝে পরিষ্কার করুন। অথবা ছিটিয়ে দিন কুরবানির স্থানে। ভিনেগার এসিডিক। যা ব্যাকটেরিয়ার জন্ম ব্যহত করে।
৩। ব্লিচিং পাউডার ছেটাতে পারেন। তবে ব্লিচিং পাউডারের নিজস্ব গন্ধটাও আপনার কাছে খারাপ লাগতে পারে।
আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আপনারই। পরিবেশ বাঁচান নিজে বাঁচুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
নতুন বলেছেন: আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আপনারই। পরিবেশ বাঁচান নিজে বাঁচুন।