নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
“গ্রামের নওজোয়ান….
মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম,
আগে কি সুন্দর কি সুন্দর দিন কাটাইতাম”।
শাহ আব্দুল করিমের লেখা এই গান শোনেননি এমন লোকের সংখ্যা খুব কমই আছে। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বাউলের নিজের কন্ঠে গাওয়া গানটিও পাওয়া যায়। সুতরাং গানের সুর পরিবর্তন (সুর নিয়ে কথা বললে আবার তাল, লয়, ক্ষয় কি সব বলে বুঝি না। তাল তো ভাদ্র মাসের পাকা তাল আর লয় ক্ষয় করতে করতে গানই ক্ষয় হয়ে যায়।) হলেও কথা পরিবর্তন হয় কিভাবে তা আমার বোধগম্য নয়। আর কথা পরিবর্তন কতটা ভয়ংকর তা সবারই জানা আছে। তবে মোহন্তর মতে “গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে, বুঝলা না যে অন্তে মানুষ গায়কে কি বলে?” টাইপের শ্রোতাদের কাছে এসব হয়ত কোন ব্যাপারই না।
https://www.youtube.com/watch?v=S_oTAaqKdBY লিঙ্কটায় গিয়ে গানটা শুনে দেখেন। লক্ষ্য করেন, উনি গানটার মাঝের দিকে গাইছেন - জারি গান, বাউল গান আনন্দের তুফান!
যেখানে নিরক্ষর, নিলোর্ভী, গান লিখে জমি বেচা লোক অন্তর দিয়ে ভালবেসে, মস্তিষ্ক দিয়ে চিন্তা করে লিখেছিলেন – বাউলা গান, ঘাটু গান আনন্দের তুফান। আর আমাদের প্রজন্মের শিল্পীরা যাচ্ছে-তাই গেয়ে বাড়ি, গাড়ি করে ফেলছে!
হয়ত ভাবছেন শুনতে তো ভালই লাগল গানটা। ঠিকই বলেছেন। কিন্তু বলছি সমস্যা কোথায় হয়েছে।
জারি গান - ফার্সি জারি শব্দের অর্থ শোক। মুহাররম মাসে কারবালার বিয়োগান্তক কাহিনীর স্মরণে মূলত এই গানের উদ্ভব। ১৭শ শতক থেকে বাংলায় এই গানের ধারা শুরু হয়। - উইকিপিডিয়া।
তাহলে কিভাবে জারি গান আনন্দের তুফান হয়?
তবু্ওতো বাড়ি, গাড়ি হল আর তোর কি হইছে? আমি আবার এসব কথা শুনে অভ্যস্থ হয়ে যাচ্ছি।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
সাইফুল১৩৪০৫ বলেছেন: যারা রিমিক্স করে তাদের মেধা ঐ অপরের জিনিসে নতুন ঢং দেবার মাঝেই...তাই জারি গানের পাথ`ক্য বুঝতে পারেনাই। তাদের কাছে ছন্দ মিলছে সেইটা ভাল..১০০% খাঁটি কথা।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫
মেজদা বলেছেন: এতসব ভাববার সময় নাই তাদের। আর জানার জ্ঞান কতটুক আছে তা নিয়ে আমার সংশয় আছে। ধন্যবাদ
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
নতুন বলেছেন: শাহ আব্দুল করিম তো চিন্তা করে গান লিখেছিলেন তাই জারী গান লিখে নাই।
যারা রিমিক্স করে তাদের মেধা ঐ অপরের জিনিসে নতুন ঢং দেবার মাঝেই...তাই জারি গানের পাথ`ক্য বুঝতে পারেনাই। তাদের কাছে ছন্দ মিলছে সেইটা ভাল..