নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
নকল ও বিষাক্ত ডিমের অজুহাতে সম্প্রতি ইউরোপীয় সুপারমার্কেটগুলো থেকে লাখ লাখ ডিম সরিয়ে ফেলা হয়েছে। বলা হচ্ছে, সেগুলোতে ফিপরোনিল নামের এক ধরনের কীটনাশক দেয়া হয়েছে। অনেক মানুষ ভয়ে ডিম খাওয়া ছেড়ে দেন।
মানুষের মনের ভীতি দূর করতে ১৫ আগষ্ট, ২০১৭ বেলজিয়াম ভিত্তিক সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড ফ্রাটেরনিটি অব নাইচস অব দ্যা জায়ান্ট অমলেট’ ১০০০০ মুরগির ডিম দিয়ে তৈরি দানবীয় আকারের এক অমলেট তৈরি করে, যা পরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পূর্ব বেলজিয়ামের মালমেডিতে তৈরি হয় এ অমলেট। এর জন্য আনা হয় ৪ মিটার (১৩ ফুট) চওড়া বিশাল প্যান। সেখানেই জনসাধারণের সামনে কয়েকজন অভিজ্ঞ রাঁধুনি এ অমলেট তৈরি করেন।
এখন আরেকটু কথা বলি, আমরা আজকাল গুজবটাকে গুড জব মনে করি। একটা সত্য সংবাদ ছড়ানোর ইচ্ছাশক্তি হয়তো তেমন নাই। কিন্তু একটা গুজব, মিথ্যা, বানোয়াট সংবাদ, ছবি, পোস্ট হাজার হাজার শেয়ার হয়। তখন অবস্থা এমন দাঁড়ায় কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা যে তার আসল তত্ত্ব তা বুঝতে হিমসিম খেতে হয়। যাইহোক, ইউরোপীয় বাজারে ডিমে ফিপনোলিন মেশানোর যে অভিযোগ উঠেছিল তা পুরোই মিথ্যা ও গুজব বলে প্রমাণিত হয়েছে।
সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স, দ্যা টেলিগ্রাফ, ফুড.গভ.ইউকে, বিবিসি নিউজ, টরেন্টো সান, ইউটিউব।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
সাইফুল১৩৪০৫ বলেছেন: শেয়ার করে খাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কেউতো শেয়ার নিল না। তাই একাই খেতে হয়েছে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নকল ডিম তৈরীর ব্যাপারে ভিডিওতে যে তথ্য উপাত্ত থাকে তা কি মিথ্যা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাই এজন্য লিঙ্কটি একটু দেখবেন প্লিজ। আর ভিডিওগুলোর বিষয় নিয়েও অনেক কথা আছে। আপাতত এটুকু শিওর থাকেন যে বাজারে নকল ডিম নাই।
প্রথম লিঙ্ক: Click This Link
প্রথম আলোর এই লিঙ্কটাও একটু দেখবেন ভাই: Click This Link
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দিনে কয়টা খাবো ভাই?
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
সাইফুল১৩৪০৫ বলেছেন: দিনে সাধারণত ৩ টা ডিম খেতে বলা হয় বর্তমান গবেষণায়। অন্তত সপ্তাহে ৪-৫ টা খান।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ডিম ভাজা খেলে চলবে? আমি প্রতিদিনই খাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাজার থেকে সিদ্ধটা ভাল হবে।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজ একটা ডিম খেয়েছি। কলস্টেরলের ভয়ে আমি মাসে দুই তিনটার বেশি ডিম খাই না। কিন্তু ডিম আমার খুব প্রিয় খাবার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
সাইফুল১৩৪০৫ বলেছেন: ভাই আপনার কলস্টেরল জনিত কোনো সমস্যা না থাকলে নিয়মিত খেতে পারেন। লিঙ্কটি একটু দেখবেন প্লিজ: Click This Link
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লিংকের প্রতিবেদনটি পড়লাম। আমার উচ্চ রক্তচাপ ও কলস্টেরলের সমস্যা আছে। বয়সও ৬৩ বছর। সেই কারণে দৈনিক ইত্তেফাকের এই প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ডিম খাওয়া আমার উচিৎ হবে না।
লিংক দেওয়ার জন্য ধন্যবাদ ভাই সাইফুল১৩৪০৫।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
জাহিদ অনিক বলেছেন: হুম , সে তো আশার কথা ভাল কথা, কিন্তু একটা প্লেটে এতগুলো ডিম কেন ? একাই খাবে এতগুলা ডিম ?