নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
১। বরাবর এর মত এবছরও আমরা কতিপয় বিসিএস ক্যাডার পেলাম। যাদের মাথায় পদ্মাসেতুর পিলারের সংখ্যা থেকে বারেক ওবামার বউয়ের জন্ম তারিখ নোট করা আছে। যারা জানে প্রশান্ত মহাসাগরের গভীরতা কত। যারা আরো জানে লোহার টুকরা পানিতে না ভাসলেও জাহাজ ভাসে কেন?
২। এই ক্যাডার মহা সন্মানিত একটা চাকুরি! বেসরকারি চাকুরিতে চাকর চাকর ফিলিংস আসলেও এই চাকুরিতে আসবে না।
৩। লোকমুখে শোনা যায়, সরকারি চাকুরিতে শুধু আরাম আর আরাম। একবার পাইলে আর হারানোর চিন্তা নাই।
৪। একঝাঁক তরুণ জ্ঞানী পেয়ে জ্ঞানীদের সাথে আমরাও আবেগে আপ্লুত। তারা হিমালয় জয় করল, দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসবে। কৃষি, প্রশাসন, অর্থ-বাণিজ্য সবকিছুতেই উন্নতি আসবে।
৫। বাস্তবতা কি হয় জানি না, লোকে বলে শরীরের সম্মুখভাগের নিচের অংশটা জোয়ারের পানির ন্যায় বেড়ে চলে।
যাইহোক, দেশ উন্নয়নে সরকারি চাকুরিজীবী একাই অংশ নেয় না। বেসরকারীর অবদান অস্বীকার করা যায় না। বেসরকারীরা কম কিসে? তাই শুধু ক্যাডারদের নিয়াই আবেগের গল্প শোনাবেন না। একঘেয়েমী লাগে। আরএফএল এর মালিক ক্যাডার নয়, হানিফ গাড়ির মালিক কততম বিসিএস ভাই?
জর্দ্দার মালিক কাউছ নাকি সবথেকে বেশি ট্যাক্স দেয়? হুমায়ুন আহমেদ কততম বিসিএস ক্যাডার ছিলেন? ইনিতো সাধারণ জ্ঞানের বই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন। আজ হাজারটা ক্যাডার একত্র করলেও একজন হুমায়ুনকে পাওয়া যাবে না।
তাই যারা বিসিএসে টিকেননি তাদের হতাশ হবার কিছুই নেই। সকল কাজ ও পেশাকে সন্মান করুন, জীবন সবার এগিয়ে যাবেই....
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২
সাইফুল১৩৪০৫ বলেছেন: সহমত।
২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫১
প্রামানিক বলেছেন: সরকারী চাকরী এখন সোনার হরিন।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৮
শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,
"বৃক্ষ তোমার নাম কি-
ফলে পরিচয়" কথাটি আমরা যেন ভূলেই গেছি। এজন্য যার কর্ম ভাল তাকেই সঠিক বলতে হবে। ফলে সমাজ সুন্দর হবে। সে ক্যাডার-সরকারি বেসরকারি যে কর্মই করুক না কেন।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে আপনার লেখাটা।
বেসরকারী চাকুরি করেও দেশ বিদেশে মানুষ দাপটের সাথে আছে। কিন্তু আমরা এই এক বি,সি,এস ক্যাডার নিয়েই এখনো মুখে ফেণা তুলি।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান ধারা চলতে থাকলে এদের মধ্য থেকেই আগামী ১৫/২০ বছরে বেরিয়ে আসবে বড় বড় দুর্নীতিবাজ, ঘুষখোর কর্মকর্তা...
৬| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১০
মোস্তফা সোহেল বলেছেন: এ দেশে এত এত বিসিএস ক্যাডার থাকতেও দেশটা রসাতলে যাচ্ছে কি ভাবে?
ক্যাডাররা জাগবে কবে।নাকি তারা সব বইয়ে মুখ গুজে বসে আছে!
৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: ৮০% সরকারী কর্মকর্তা অযোগ্য।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭
খাঁজা বাবা বলেছেন: সরকারি বেসরকারি চাকরির মধ্যে সমতা আনা উচিত
৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬
রুহুল আমিন খান বলেছেন: 'বরাবর এর মত এবছরও আমরা কতিপয় বিসিএস ক্যাডার পেলাম। যাদের মাথায় পদ্মাসেতুর পিলারের সংখ্যা থেকে বারেক ওবামার বউয়ের জন্ম তারিখ নোট করা আছে। যারা জানে প্রশান্ত মহাসাগরের গভীরতা কত। যারা আরো জানে লোহার টুকরা পানিতে না ভাসলেও জাহাজ ভাসে কেন'
কথা হল
এত জ্ঞান এত তথ্য এত নলেজ এর হার্ডল পার করে নিয়োগ পাওয়া আমাদের বিসিএস ক্যাডাররা আমাদের প্রশাসন যন্ত্রে কি কোন গতিশীলতা আনতে পেরেছে গুনগত মান নিশ্চিত করতে পেরেছে?
বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের যোগ্যতা বিসিএস ক্যাডারদের লেভেলের না হলেও তারা কিন্তু আল্টিমেটলি নিজের মধ্যে বিদ্দমান সল্প পরিসরের স্কিল মেধার পুরোপুরি ইস্তেমাল করে টিকে থাকে এর বাইরে টিকে থাকার আর কোন অপশনও তাদের হাতে নেইও। মালিকরা কাজ আদায় করেই বেতন দেয়।
দেশের অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের সল্প মেধা ও পরিশ্রমের কন্ট্রিবিউশন বিসিএস এর মেধাবী ক্যাডারদের চেয়ে অনেক বেশি
১০| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
ময়না বঙ্গাল বলেছেন: যাদের মাথায় পদ্মাসেতুর পিলারের সংখ্যা থেকে বারেক ওবামার বউয়ের জন্ম তারিখ নোট করা আছে। যারা জানে প্রশান্ত মহাসাগরের গভীরতা কত। যারা আরো জানে লোহার টুকরা পানিতে না ভাসলেও জাহাজ ভাসে কেন ? দারুন বলছেন ভাই ।
১১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২
ফ্রিটক বলেছেন: ভাল লাগল। দেশ কি শুধু ক্যাডার দিয়েই চলে? সবাইকে নিয়ে ভাবা উচিত।
১২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৮
সচেতনহ্যাপী বলেছেন: সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে ক্যাডাররাও হালে পানি না পেয়ে পাল তুলে দেয়।।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি বিসিএসে বসেছিলেন কখনো?
১৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৬
কালীদাস বলেছেন: অতীব কুৎসিত কিছু কথা আসছিল কিবোর্ডে। নীরবে চৈলা গেলাম আপাতত।
আমার দেশরে খোদার হাতেই রাক্সি, খোদাই দেখব।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৭
শাহিন-৯৯ বলেছেন: লোকমুখে শোনা যায়, সরকারি চাকুরিতে শুধু আরাম আর আরাম। একবার পাইলে আর হারানোর চিন্তা নাই।
এই কারণে এত কষ্ঠ, এত দেীড় ঝাঁপ, এক পেলে বাকি চেীদ্দ গোষ্টি পর্যন্ত শুধু আরাম আর আরাম।