নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি › বিস্তারিত পোস্টঃ

আমি এক রাজাকার

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

উনআশিতে জন্ম নেয়া
আমি এক রাজাকার।
কেননা,আমি আমার দেশকে
ভালবাসি। খুব ভালবাসি
প্রিয় বাংলাদেশ আমার জন্মভুমি।

আমি চাইনা আমার দেশের বিভাজন
চাইনাকো আমি বালশালী শাসন।

৭১ এর পরে জন্ম নেয়া
আমি এক রাজাকার।
আমি শেখ মুজিবকে জাতির পিতা
মানতে রাজি নই, কিংবা
সেই মহান নেতাকে কেও অবজ্ঞা করবে
তা কিভাবে আমি হজম করি।

আমি চাইনা আমার দেশে রক্তের হুলিখেলা
চাইনাকো আমি জাতীয় নেতাদের অবহেলা।

স্বাধীন দেশে জন্ম নেয়া
আমি এক রাজাকার।
আমি শেখ মুজিবের শাসন চাইনা
তাই বলে,পছাত্তরের পনরই আগষ্ট
কি করে আমার কাম্য হয়।
তা কি হতে পারে?

আমি চাইনা আমার দেশে আর কোন পছাত্তর
চাইনাকো আমি আমার দেশে নব্য স্বৈরাচার।

বাংলাদেশে জন্ম নেয়া
আমি এক রাজাকার
আমি শহীদ জিয়ার দল বি এন পিকে
ভালবাসিনা।তাই বলে স্বাধীনতার ঘোষক
মহান মুক্তিযোদ্ধাকে পাকিস্তানের চর বলবে
এটা কিভাবে শুনবো আমি ?

আমি চাইনা স্বাধীনতার পক্ষ বিপক্ষ কোন শক্তি
চাইনাকো আমি আমার দেশে ভারতীয় রক্ষী।

মুক্তিযুদ্ধের পর জন্ম নেয়া
আমি এক রাজাকার।
আমি শাহবাগে গিয়ে চেতনা বিক্রি করিনা
আমার লক্ষ স্হীর। কিংবা,
আমার আদর্শ উন্মোচিত, যা অনন্ত কালের
মন্জিল সেতো জান্নাত।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

পেখম বিহীন শিখণ্ডী। বলেছেন: সত্যই ভাই, নব্বই এ জন্ম নেয়া রাজাকার।
সত্যই তো মুক্তিযুদ্ধের পর জন্ম নেয়া
আমি এক রাজাকার।
আমি শাহবাগে গিয়ে চেতনা বিক্রি করিনা
আমার লক্ষ স্হীর। কিংবা,
আমার আদর্শ উন্মোচিত, যা অনন্ত কালের
মন্জিল সেতো জান্নাত।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

প্যারিস থেকে আমি বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

বাউন্টি হান্টার বলেছেন: এই সব কী বাল ছাল লিখেছিস?
তার চেয়ে বল তোর বাপ রাজাকার ছিল তাই তুই জন্ম থেকই নিজেকে রাজাকার মনে করিস।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

প্যারিস থেকে আমি বলেছেন: খুশি হলাম, আমার লেখাটা স্বার্থকতা পেল।

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

গেম চেঞ্জার বলেছেন: ডোন্ট সে রাজাকার। ডোন্ট বি ক্রেজি। "Extremism is bad for national health"

বাঙালি বলুন। রাজাকারগিরি পরিহার করুন।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৫

প্যারিস থেকে আমি বলেছেন: কলকাতার কোন বস্তিতে আমার জন্ম নয়
কিংবা আমি নই কোন ভাদা
সুজলা সুফলা বাংলাদেশে আমার জন্ম
আমি বাংলাদেশী। জানালাম দাদা।

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

হাসান মাহবুব বলেছেন: আপ্নের অবস্থান খুবই ধোঁয়াশাপূর্ণ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৬

প্যারিস থেকে আমি বলেছেন: আমার লেখার অবস্হান পরিষ্কার থাকলেই হলো। কি বলেন।

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩

বিপরীত বাক বলেছেন: আমি চাই না আপনি আর
কবিতা লিখুন।
আরও চাই না আপনি আর
ব্লগে থাকুন।।

তাই আমি ব্লগার।
তাই আমি ব্লগার।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৮

প্যারিস থেকে আমি বলেছেন: আগুন লাগাইয়া দিলো কোনে
বিপরীত বাকের মনে
আগুন লাগাইয়া দিলো কোনে।

৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫১

সজিব হাওলাদার বলেছেন: আজকের দিনে মূক্তিযুদ্ধে চেতনা বিক্রি করতে না পারলে আপনি রাজাকার।আপনি ঠিকই বলেছেন।চেতনা ব্যবসায়ীদের গায়ে খোচা লেগেছে।

২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০১

প্যারিস থেকে আমি বলেছেন: আপনার কোন লেখা যদি কারো অন্তরে লাগে তবে সে লেখা স্বার্থক। আমার এই লেখাটা বুঝি স্বার্থকতা পেলো।
ধন্যবাদ আপনাকে।

৭| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:২৯

বিপরীত বাক বলেছেন: এটা জাস্ট হাজরিকা গান টার তালে তালে এসেছে।। আর আপনারা সেটাকে হিংস্রতা দিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন।। এরপরও বোঝেন না দল টার এই অবস্থা কেন?
পার্টি অফিসে দাড়ালে আপনার থেকে আমার _ ___ অনেক....

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

প্যারিস থেকে আমি বলেছেন: বুঝিতে পারিলাম না।

৮| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩১

বিপরীত বাক বলেছেন: এটা জাস্ট হাজরিকা গান টার তালে তালে এসেছে।। আর আপনারা সেটাকে হিংস্রতা দিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন।। এরপরও বোঝেন না দল টার এই অবস্থা কেন?
পার্টি অফিসে দাড়ালে আপনার থেকে আমার _ ___ অনেক....

৯| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কলকাতার কোন বস্তিতে আমার জন্ম নয়
কিংবা আমি নই কোন ভাদা
সুজলা সুফলা বাংলাদেশে আমার জন্ম
আমি বাংলাদেশী। জানালাম দাদা।
বাব্বাহ........ছেলের জোশ আছে

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫

প্যারিস থেকে আমি বলেছেন: আমার ছেলের বয়স ৮ মাস।

১০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

বিপরীত বাক বলেছেন: ভেবে না
পাই বলেছেন: কলকাতার
কোন বস্তিতে আমার জন্ম
নয়
কিংবা আমি নই কোন
ভাদা
সুজলা সুফলা বাংলাদেশে আমার জন্ম
আমি বাংলাদেশী। জানালাম

সুজলা সুফলা বাংলাদেশে জন্ম নেয়া বাংলাদেশী গুলো কলকাতার বস্তি তো বস্তি, শরণার্থী শিবিরে জন্ম নেয়া মুর্শিদাবাদী গুলোর পা চেটে চামচামি চাকরামির সমস্ত রেকর্ড ভঙ্গ করে যে উদাহরণ সৃষ্টি করে রেখেছে না তাতে ভাদা গিরি করা রক্ত ভাদা গুলো লজ্জায় জায়নামাজের নিচে মুখ লুকিয়েছে।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.