নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি › বিস্তারিত পোস্টঃ

মুশরিক

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৮

দেবতা-পুরোহিতের নামে যারা উৎসর্গ করে প্রাণী
তাদেরকে আমরা মুশরিক বলে সকলেই জানি।

মাজার-পীরের নামে যারা কুরবানি দেয় পশু
তারা কেন মুশরিক নয় জিজ্ঞেস করে ভিশু।

মাটি দিয়ে বানিয়ে দেবতা প্রনাম করে যারা
আদিকাল থেকে জেনে এসেছি মুশরিক শুধু তারা ।

ইট বালু দিয়ে বেদি বানিয়ে সদা করি সম্মান
তবুও আমি মুশরিক নই খাটি মুসলমান !

মুসলমানের ঘরে জন্মেছি বলে ঈমান পাক্কা আছে
মুশরিকিতেও জড়িত থাকি আল্লাহ রসুল পাছে।

পীর মাজারে চাইতে থাকি,মানত করি শত
মুসলিম হলেও আমার সব কাজ মুশরিকেরই মত।

পীর মাজার,পুরোহিত দেবতা হয়েছে একাকার
কে মুসলিম,কে মুশরিক বলার সাধ্য কার ?

মন্দিরে পুজো করিয়া যদি ওরা মুশরিক হয়
মাজারে পুজো করিয়া কেন আমি মুশরিক নয়?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:

মানুষ মুশরিক নয়, এগুলো গুহামানবদের পরিচাষা।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

প্যারিস থেকে আমি বলেছেন: মানুষের মধ্য থেকেই মুশরিক আর মুসলিম হ্য় ।
গুহা মানব তা আবার কি ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০২

হাবিবুর রহমান রিংকু বলেছেন: তবু আমরা D_G_TaL....

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

প্যারিস থেকে আমি বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৩

হাবিবুর রহমান রিংকু বলেছেন: তবু আমরা D_G_TaL....

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @চাঁদগাজীঃ
ঠিক বলেছো দাদা
প্রকৃত মানুষ কভু মুশরিক নয়;
শিরক করছে যারা
গুহামানবই তার মূল পরিচয়।

কাব্যটি খাঁটি বচন
লিখেছো বসে প্যারিসে;
শির্কে মজে গোটা জাতি
দেখে শয়তান হাসে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

প্যারিস থেকে আমি বলেছেন: মুশরিক মুসলিমের পরিচয় কিন্তু মানুষের মাঝেই।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯

এরিক ফ্লেমিং বলেছেন: ধর্মের দুর্বল ও নেতিবাচক দিক তুলে ধরে সমগ্র ধর্ম ও ধর্ম বিশ্বাসীকে সহজ বাংলায় খোচা দেয়ার চেষ্টা হরহামেশাই করছেন অনেকে। অনেকে বুঝে, অনেকে না বুঝেই। মাজার পবিত্র জায়গা, মাজার মানেই মাজার পূজার আহ্বান নয়। মাজার কেন্দ্রীক যে সকল ভ্রান্ত কর্মকান্ড হয় তা ধর্ম ব্যবসায়ীদের সৃষ্টি আর দুর্বল চিত্তের মানুষ এদের ক্লায়েন্ট। সঠিক ধর্ম জ্ঞানের অভাবই এর কারন। তারমানে এই নয় মাজার মানেই শিরিকী কর্মকান্ডরে স্বত্বসিদ্ধ স্থান আর সব মুসলমান এটা করছে।
পীর শব্দরে মর্মার্থ হলো শিক্ষক গুরুজন জ্ঞানী প্রাজ্ঞব্যাক্তি। পীর শব্দকে আমরা পচিয়ে ফেলেছি ভন্ড বিকারগ্রস্থ কিছু ধর্ম ব্যবসায়ীকে পীর মর্যাদা দিয়। এখন পীর শব্দ শুনলেই চোখে ভেসে ওঠে কিছু ভ্রান্ত কর্মকান্ড। অথচ প্রকৃত পীর কখনো তার ছাত্রদের ভ্রান্ত আকিদার শিক্ষা দেন না। আর পীর পূজার তো প্রশ্নই আসে না।

প্রকৃত সনাতন ধর্ম এক ঈশ্বরবাদে বিশ্বাসী। তারা বিশ্বাস করে সমগ্র মানব জাতির স্রষ্টা একজনই। মুসলিমগন যাকে আল্লাহ বলেন সনাতনগন তাকেই ভগবান বলেন। আর এটাই সত্য। তবে সঠিক ধর্ম জ্ঞান অর্জনের সুযোগ না থাকায় আর ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্বে এই সত্য নিয়ে ভাবার অবকাশ অধিকাংশ সনাতন ধর্মাবলম্বই পান না। ফলে . . . .
"পথ বলে আমি দেব
রথ বলে আমি
মুর্তি বলে আমি দেব
হাসেন অর্ন্তযামী"

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

প্যারিস থেকে আমি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার মন্তব্যের জবাব দেয়ার জন্য একটি লেখা পোস্ট করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.