নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি

স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

প্যারিস থেকে আমি › বিস্তারিত পোস্টঃ

আমাদের গ্রাম (একটি প্যারডি কবিতা)

৩০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৮

আমাদের ছোট গায়ে বড় বড় ঘর
থাকি সেথা হয়ে সবে একে অন্যের পর
পাড়ার সকল ছেলে রাজনীতির ছলে
হাতে পিস্তল লই ক্ষমতার বলে।

আমাদের ছোট গ্রাম শহর সমান
ধুলোবালু বাতাসে ওষ্টাগত প্রাণ
মাটগুলো নেই আর দালান পর দিঘির
চাঁদের কিরন আজ হয়েছে তিমির।

আমাদের ছোট নদী শেষ হয়েছে কবে
বইয়ের পাতায় শুধু সেই স্মৃতি রবে
খাল-বিল,নদ-নদী এখন আর নাই
গরু মহিষ দেখিতে চিড়িয়ায় যাই।

চোর ডাকাত মাস্তান পুলিশ যেন
এমপি মন্ত্রী সব আত্বীয় হেন
সকালে পত্রিকাওয়ালার হাকডাক ছুটে
নব নব আশংকায় ঘুমটা টুটে।

(কবি বন্দে আলী মিয়ার "আমাদের গ্রাম" কবিতার প্যারডি। কবি বেচে থাকলে আজ হয়তো এভাবেই লিখতেন।)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:০১

নাবিক সিনবাদ বলেছেন:

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

প্যারিস থেকে আমি বলেছেন: শুকরিয়া।

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৮

চাঁদগাজী বলেছেন:

অপরিকল্প[তভাবে গ্রমাগুলোতে নতুন বাড়ীঘর উঠছে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

প্যারিস থেকে আমি বলেছেন: তাইই লিখার চেষ্টা করেছি। ধন্যবাদ

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৭

বনমহুয়া বলেছেন: হা হা দারুন প্যারোডি। মজা পাইসি।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

প্যারিস থেকে আমি বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: প্যারোডি হিসেবে খারাপ না| কিন্তু কয়েকটা জায়গায় ছন্দ ঠিক ছিল, পড়তে ভাল লাগেনি

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

প্যারিস থেকে আমি বলেছেন: আমি যে কবি নই,তাই। ধন্যবাদ

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৮

নেয়ামুল নাহিদ বলেছেন: অসাধারণ! কবি বেঁচে থাকলে আগের লেখাটা নিয়ে অন্তত আরেকবার ভাবতেন।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

প্যারিস থেকে আমি বলেছেন: ধন্যবাদ প্রেরনাদায়ক মন্তব্যের জন্য।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়াবহ লিখেছেন । ভাল্লাগসে!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

প্যারিস থেকে আমি বলেছেন: খুশি হলাম। ধন্যবাদ

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

কিরমানী লিটন বলেছেন: আমাদের ছোট গ্রাম শহর সমান
ধুলোবালু বাতাসে ওষ্টাগত প্রাণ
মাটগুলো নেই আর দালান পর দিঘির
চাঁদের কিরন আজ হয়েছে তিমির।

অনেক সুন্দর- অনবদ্য লিখনি,সতত শুভকামনা রইলো ...

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

প্যারিস থেকে আমি বলেছেন: আপনাকেও স্বাগতম।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ প্যারডি কবিতা । ভাল লেগেছে ।

৩১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪২

প্যারিস থেকে আমি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.