![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।
স্ট্যাটাস দিয়ে ফেবুতে পাওয়া যায় পদক
গুণদা নামে নয় শুধু গুণ আছে শতক।
ঝাড়ি মেরে বুবুকে তিনি করে নিলেন কাবু
পদকটাকে করে দিলেন হাবু আর তাবু।
কবিদেরও লোভ আছে জানা ছিলনাতো আগে
চুপি চুপি কতজনে পদক নিয়েছিলো ভাগে।
লোভ লালসার কবিদের কবিতার শব্দ
মিথ্যার কাছে জানি তারা হয় সদা জব্দ।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: ওরা ওরাই থাকবে। আমরা কেন ওরা হচ্ছি?
৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন শররমা বলেছেন: দুই টাকার ফকির ।
৪| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০
ফাহিম আবু বলেছেন: পদক বাগানো কবি !!
৫| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬
আবুল হাসান নূরী বলেছেন: নির্মলেন্দু গুণের এই ঘটনা প্রমাণ করে দিলো স্বাধীনতা পদক, একুশে পদক ইত্যাদি কীসের ভিত্তিতে দেয়া হয়।
৬| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪
মেরিনার বলেছেন: বিশেষভাবে কবিদের জন্য, আর সাধারণ ভাবে "কলা গোত্রীয়" সকল আঁতেলদের জন্য এটাই তো স্বাভাবিক। আপনি শোনেন নি "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" গেয়ে/লিখে "কম্যুনিস্ট" ভূপেন হাজারিকা শেষে বিজেপি-র টিকেটে নির্বাচন করেছিলেন?
মানুষকে যিনি সৃস্টি করেছেন, তার সৃষ্ট জীবকে তিনি কি সুন্দর বর্ণনা করেছেন দেখুন:
'আমি কি তোমাদেরকে সংবাদ দেব, কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়’? তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে। তুমি কি লক্ষ্য করো নি যে, তারা (কল্পনার) প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না। (কুর'আন, ২২১-২২৬)
৭| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
মেরিনার বলেছেন: দুঃখিত, (কুরআন, ২৬:২২১-২২৬) হবে উপরের মন্তব্যে!
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯
বিজন রয় বলেছেন: নির্মলেন্দু আর নির্মল নেই।