নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাগানের সাজানো ফুল হতে চাই না। কোন এক কালবৈশাখীর দিনে বন্য ফুল হয়ে জন্মগ্রহণ করতে চাই। ক্ষণস্থায়ী সুবাসে নিজের পরিচয় দিতে চাই।

সাইফুল ইসলাম৭১

কিছু গল্প অজানা থাকাই ভালো।

সাইফুল ইসলাম৭১ › বিস্তারিত পোস্টঃ

পিরামিড ধ্বংসের ইতিহাস

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪


মিশরের বিখ্যাত পিরামিড কমপ্লেক্স যা গিজা ন্যাকরোপলিস নামে পরিচিত। এখানে প্রকান্ড তিনটি পিরামিডসহ ক্ষুদ্রাকার আরো কিছু পিরামিড রয়েছে। প্রকান্ড পিরামিড তিনটির নাম যথাক্রমে গ্রেট পিরামিড অব খার্ফ্রু, খুফুর মিরামিড ও মানকারু পিরামিড। গাজী সালাউদ্দিনের পুত্র সুলতান আল আজিজ ওসমান ১১৯৬ খ্রি. পৌত্তলিকতা প্রচারের অভিযোগে এই সকল পিরামিড ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা মানকারু পিরামিড ধ্বংস করা দিয়া শুরু হয়। তিনি প্রায় লক্ষাধিক শ্রমিক এই পিরামিড ধ্বংস করার জন্য প্রেরণ করেন। তারা বিশালকার হাতুরি ও দড়ি দিয়ে সারাদিন চেস্টা করেও এক বা দু’টির বেশী পাথর ধ্বংস করতে পারেন নাই। প্রচন্ড উত্তাপ ও মরুভূমির বালু তাদের কাজ অসম্ভব করে তোলে। আট মাস চেস্টা করে তারা মানকারু পিরামিডের গায়ে সামান্য গর্ত করতে পারে (চিত্র)। সুলতান ওসমানের নিকট প্রতীয়মান হয় যে পিরামিড ধ্বংস করা নির্মাণের ন্যায় ব্যায়বহুল। তাই তিনি আট মাস পরে এই পরিকল্পনা বাতিল ঘোষণা করেন। রক্ষা প্রায় প্রাচীন বিশ্বের এই সপ্তাচার্য।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৩

রিফাত হোসেন বলেছেন: বোমা টোমা থাকলে এটা উড়ে যেত ঐদিনই । :) তখনকার সময় ছিল না।
আল্লাহ হেফাজত করেছেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৮

জুন বলেছেন: পিরামিড নিয়ে যে কোন লেখাই পড়তে ভালো লাগে কারন একে আমি ছুয়ে এসেছি। ছোট্ট একটা টাইপো আছে প্রথম লাইনে, গির্জা ন্যাক্রপলিস না, গিজা হবে, ঠিক করে দিয়েন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৩

সোবুজ বলেছেন: মুসলমানরা অনেক প্রাচীন ঐতিহ্য নষ্ট করেছে।এটা তারা কেন করে আমার চিন্তায় আসে না।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: পিরামিড বড় রহস্যময় লাগে।

৫| ১২ ই মার্চ, ২০২২ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



আরবদের বুদ্ধিমত্তার অভাব ছিলো সব যুগেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.