![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাদের অনেক বেশি আনন্দ আসলে তাদের কোন আনন্দ নেই । এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু মান কিছু জ্বালা আমায় দাও।।
লজ্জা ভীষন লজ্জাঃ
আজকে আমার অনেক ছোট বেলার এক মেলার কথা মনে পড়ছে , সে মেলা বৈশাখের প্রথম দিনে হয়েছিল । সেবার আমি বাতাসা নামের মিষ্টি বস্তুটার সাথে প্রথম পরিচিত হলাম আর অবাক বিস্ময়ে মানুষের মত কথাবলা পুতুলের নাচ দেখলাম । আমি সেদিন অনেক অনেক খেলনা কিনেছিলাম , সে খেলনাগুলো হারিয়ে গেছে কিন্তু স্মৃতি সে তো চির জাজ্বল্যমান । আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই , হারিয়ে যেতে পারি ছেলেবেলায় !
রাত পোহালে ঠিক সেরকমই একটা পহেলা বৈশাখ আসছে । সময়ের পরিক্রমায় বাতাসা , পুতুল নাচ এগুলো প্রায় হারিয়ে গেছে , হারিয়ে গেছে আমার ছেলেবেলায় সে বিস্ময়টুকুও । ইট পাথরের মেকি উৎসব আমার প্রানে দোলা জাগাতে পারেনা । আমাদের উৎসবে হিন্দি কিংবা ইংরেজি গানের সাথে আমি চিৎকার দিয়ে উঠতে পারিনা । পেটের দায়ে খেটে খাওয়া দরিদ্র মানুষের নিত্য আহার এর সাথে হাজার টাকার মাছ , ঘি দিয়ে কড়কড়া ভাজা মরিচ, মিহি লবন আর পেঁয়াজ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারিনা । শুধুমাত্র একদিনের জন্য বাঙ্গালী হতে আমার খুব লজ্জা লাগে , খুব !
জানা দরকারঃ
আমাদের বাংলা তারিখ গননা শুরু হয় সূর্য উঠার সময় থেকে , রাত বারোটার পরে না কিন্তু । বাংলা সনের প্রবর্তন করেন মোঘল সম্রাট জালালউদ্দীন মোহাম্মদ আকবর । এবছর পহেলা বৈশাখের মাধ্যমে ১৪১৯ বঙ্গাব্দ সালের সূচনা হবে ।
আহা কি আনন্দ আকাশে বাতাসেঃ
আমরা জাতীয়ভাবে খুব কমই একসাথ হতে পারি । বৈশাখের প্রথম দিনে সবাই একসাথ হয়ে যাই । সবাই আনন্দ ভাগাভাগি করি । বর্তমানে ধর্মীয় , সামাজিক সংকীর্নতা ঝেড়ে ফেলে নববর্ষের এ দিনটি আমাদের সকলকে এক করে আজ জাতীয় উৎসবে পরিনত হয়েছে ।
আমরা এ দিনটিতে পুরনো দুখ-কষ্ট ভুলে যেয়ে নতুন করে জীবনকে সাজানোর শপথ করি । সকলের মঙ্গল কামনা করি । বৈশাখ প্রচন্ড গরম কিছুই আমাদের গান গাওয়া থেকে বিরত রাখতে পারে না , হই-হুল্লোড় থেকে ফেরাতে পারেনা । আমরা যারা সুরের কিছুই বুঝিনা তারাও গুন গুন করে গাইতে থাকি , এসো হে বৈশাখ......
আমাদের মাঝে নানা রকম কৃত্রিমতা ঢুকে গেলেও এ দিনটি আমাদের প্রানের উৎসব , বিশ্বে আমাদের সংস্কৃতি তুলে ধরার উৎসব । আমাদের দেশ , আমাদের সংস্কৃতি আমাদের ভাষার প্রতি আমাদের আবেগ নতুন করে জাগ্রত করে তোলার উৎসব । এ দিনটিতেই অনেক নাম না জানা পল্লীগানগুলো নগর জীবনে পরিচয় করিয়ে দেওয়া হয় । নিজের শেখড়কে নতুন করে চেনা কারনেইতো এ দিনটি এত আনন্দের , সত্যিকার ভালবাসার আনন্দ ।
একটা কথা বলতে হয় যে, দিনদিন আমরা সাবাই অন্তঃসারশুন্য হয়ে যেয়ে ভিনদেশী সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাচ্ছি । এটা একটা নির্দিষ্ট দিন , এটা এক জাতির সংস্কৃতি বিশ্বব্যপী পরিচয় করিয়ে দেওয়ার দিন । নিজেদের এত সমৃদ্ধ সংস্কৃতি থাকতে অন্যেরটা কেন অনুসরন করব ?
ভাইয়ারা-আপুরা আমার আগোছালো ছোট্ট লেখায় তোমাদের সবার জন্য শুভকামনা থাকল । হালখাতায় তোমাদের পাওনা এক সমুদ্র ভালোবাসা পাঠিয়ে দিলাম । তোমরা নিয়ে নিও ।
-সিফাত
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৮
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ঈষাম , পান্তা-ইলিশ খাও ।
২| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৫
বেঈমান আমি বলেছেন: শুভ নববর্ষ।পোস্টে +++
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩১
সাইফুলহাসানসিপাত বলেছেন: শুভ শূভ শুভ হোক , সবার জন্য শুভ হোক । তোমাকে ইলিশের শুভেচ্ছা ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৭
রাতুল_শাহ বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ , তোমাকে সুন্দর আগামী , সুন্দর পৃথিবীর শুভেচ্ছা।
৪| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৮
অনিক আহসান বলেছেন: শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া , সুখ সুখ আর সুখে ভরে উঠুক তোমার জীবন ।
৫| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১:৪২
ফারজুল আরেফিন বলেছেন: শুভ নববর্ষ
অনেক অনেক শুভেচ্ছা।
হালখাতার মিষ্টি কোথায়?
+++++
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৩
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
মিষ্টি নাও । সারাবছর আমরা তোমার মিষ্টি মিষ্টি কথা শুনব।
৬| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ২:৩৪
মিরাজ is বলেছেন: শুভ নববর্ষ। সুন্দর হয়েছে পোষ্টটা। শুভকামনা থাকলো নতুন বৎসরের জন্য।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: তোমার জন্য কাদামাটির নতুন সুন্দর মাটির পাতিলের অবাক অবাক স্বপ্নময় শুভেচ্ছা ।
৭| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪১
অর্পণ! বলেছেন:
শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০০
সাইফুলহাসানসিপাত বলেছেন: আনন্দময় জীবনের জন্য উচ্ছ্বাস ছোঁয়া শুভেচ্ছা নিও ।
৮| ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:০৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: জবাব দিতে আমার একটু দেরি হচ্ছে ।
১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩০
সাইফুলহাসানসিপাত বলেছেন: আর যেন দেরি না হয় ।
৯| ১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৬
সায়েম মুন বলেছেন: সুন্দর পোস্ট।
শুভ নববর্ষ সিপাত।
১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১০
সাইফুলহাসানসিপাত বলেছেন: মুন মুন , তোমার জন্য কাঁচের চুড়ির ঝংকারের শুভেচ্ছা । ঝনঝন করে বেজে উঠবে ।
১০| ১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৫
ধূসরধ্রুব বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১২
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া , তোমার জন্য ভোরবেলার জগত জাগানিয়া কুক্কুরুকু শুভেচ্ছা ।
১১| ১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৭
~মাইনাচ~ বলেছেন: সুন্দর পোষ্ট সাইফুলহাসানসিপাত ভাই।
১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৭
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া । তোমার জন্য মোটাসোটা গাভীর শুভেচ্ছা
। ভাবীকে বেশি বেশি দুধ দিতে বলবে । তাহলেইতো থাকবে সুস্থ আর নীরোগ ।
১২| ১৫ ই এপ্রিল, ২০১২ ভোর ৫:০৬
ফারিয়া বলেছেন: ভাইয়া, কথাগুলো কিন্তু ঠিকই বলেছ!
তোমাকে শুভেচ্ছা, আর দেরিতে হলেও বলো, শুভ নববর্ষ!
সুন্দর দিনগুলো কাটুক!
১৫ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৩
সাইফুলহাসানসিপাত বলেছেন: পিচ্চি তুমাকে বিদাশী হাসি হাসি শুভেচ্ছা । ওনেক ভালো থাইকো । শুভ কামনা ।
১৩| ১৫ ই এপ্রিল, ২০১২ সকাল ৭:০৯
নাআমি বলেছেন: চমৎকার পোস্ট !!
শুভেচ্ছা রইল......।
১৫ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৭
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ আপু । তোমারে দেশি ফলের দেশি শুভেচ্ছা । দেশকে ভালবাসি , ভালবাসি আমাদের সংস্কৃতি ।
১৪| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৪
নাফিজ মুনতাসির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
১৫ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫২
সাইফুলহাসানসিপাত বলেছেন: তোমাকে বৈশাখী মেলার শুভেচ্ছা ।
১৫| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:০৯
জুল ভার্ন বলেছেন: নয় নম্বর ভাল লাগা দিয়ে শুরু করি।
পয়েলা বৈশাখের ভিন্ন ধর্মী পোস্ট-খুব সুন্দর হয়েছে। সবাই শুধু পয়েলা বৈশাখ নিয়েই লিখছেন-কিন্তু একই দিনের অন্য ঐতিহ্য "হাল খাতা" নিয়ে কেউ কিচ্ছু লিখছেননা! আমাদের জীবনে এখনও পয়েলা বৈশাখ আসে অনেক ঝাকঝমকের সাথে-যা দিনে দিনে শুধু জৌলুশ বাড়ায়, চোখ ধাধায় এবং অনেকটাই "ফ্যাশন" হয়ে। কিন্তু বাংগালীর জীবনের সেই "হাল খাতা" উৎসব দিনে দিনে ম্লাণ হয়ে যাচ্ছে কিম্বা হারিয়ে যাচ্ছে বললে ভুল বলা হবেনা। য়ামি ব্যাক্তিগত ভাবে খুব মিস করি "হাল খাতা" উৎসব।
শুভেচ্ছা নব বর্ষের।
১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৫
সাইফুলহাসানসিপাত বলেছেন: হালখাতা মানেই তো খানা-পিনা । একজন ভোজন রসিক হিসেবে সব দোকানে দোকানে হালখাতা ফিরে আসুক সেটা চাই ।
তোমার জন্য হালুম হালুম শুভ কামনা ।
১৬| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৮
নাহিয়ান বিন হোসেন বলেছেন: চমৎকার লাগল! শুভ নববর্ষ!
১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া । তোমার জীবনে সামনের দিনগুলো সুন্দর হয়ে ধরা দিক ।
তোমার জন্য গজদন্তের শুভ কামনা ।
১৭| ১৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর লেখা। আমি গতকাল জীবনে প্রথমবারের মত পুতুল নাচ দেখলাম। ভালো লাগলো।
শুভ নববর্ষ।
১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৩
সাইফুলহাসানসিপাত বলেছেন: পুতুলনাচ আসলেই অনেক ভাল লাগে । ঝাপসা ঝাপসা মনে আছে ।
তোমার জন্য পুতুল সোনা পুতুল সোনা শুভ কামনা ।
১৮| ১৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হামা ভাই, আমি এখনও পুতুল নাচ দেখিনাই!
১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২১
সাইফুলহাসানসিপাত বলেছেন: আহারে !! দেখো কয়েকবছরের মধ্যে পুতুলনাচ খুব জনপ্রিয়তা লাভ করবে । তখন দেখে নিও ।
তোমার জন্য বিষন্ন মন উদাসী শুভ কামনা ।
১৯| ১৫ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২২
মাহমুদা সোনিয়া বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!!
১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৪
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ সোনি আপু ।
হুতুম পাখির শুভেচ্ছা নিও ।
২০| ১৫ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৫
মাহী ফ্লোরা বলেছেন: ছোট বেলায় আব্বার সাথে একবার হালখাতার দাওয়াত খাইতে গেছিলাম !
১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: হালখাতা খাইতে মঞ্চায় । কেউ দাওয়াত দিতাছে না
।
তোমার জন্য রংধনুর সাত রং এর শুভেচ্ছা । জীবন রাঙ্গিয়ে রেখো ।
২১| ১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৯
মামুণ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা!!
১৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া , আবেগ ভরা প্রানের শুভেচ্ছা নিও ।
২২| ১৬ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক সুন্দর করে লিখেছো ভাইয়া। হৃদয় ছুঁয়ে গেল,,,,,,,,,,,,ভাল থেক সব সময়।
শুভ নববর্ষ
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৪
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ লায়লা আপু । তোমার জন্য ঘুড়ির লাল লাল শুভেচ্ছা । ভালো থেকো অনেক অনেক ।
২৩| ১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: দারুণ পোস্টে প্লাস!
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৭
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া । তোমার জন্য তাঁতি পাখির বুনন বুনন শুভেচ্ছা । ভালো থেকো ।
২৪| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৬
চাটিকিয়াং রুমান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া , অনেক ভালোবাসা নিও ।
২৫| ১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইটি আমার, আমাকে লাল ঘুড়িটা দিয়েছো বলে খুব খুশি হয়েছি,,,,,,,ছোট বেলায় ওটার খুব শখ ছিল,,,,সব সময় ঘুড়ি ভাইদের দিয়ে দিত,,,,,,,,,আমাকে দিত না,,,,,,,,,,,,,,আর আমি গাল ফুলিয়ে বসে থাকতাম।
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: হুম , আপু আমি তোমার লেখা মোবাইল থেকে পড়েছি । তাইতো তোমাকে লাল ঘুড়িটা দিয়েছি ।
২৬| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: নববর্ষ সেই কবে চলে গেছে ...... আমি আজকে আসলাম শুভ নববর্ষ জানাতে
সুন্দর পোস্ট ।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৪
সাইফুলহাসানসিপাত বলেছেন: ভাইটিকে মনে রেখেছো , শুভ কামনা জানিয়েছো এটাই তো অনেক বড় পাওনা , দুদিন আগে আর পরে এটা কোন ব্যাপার না ।
ভালো থেকো অনেক অনেক ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৪
ঈষাম বলেছেন: দারুণ পোস্ট!

বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ভাই...ভাল থাকবেন হৃদয়ের দাবিতে..